সকল জল্পনা কল্পনার শেষে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় লেগ। লকডাউনের কারণে আপাতত লিগের সকল ম্যাচ ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শুক্রবার (৩০ এপ্রিল) প্রথম দিন থেকে ব্যস্ত সময় পার করবেন খেলোয়াড়রা। কারণ, প্রতিদিনই থাকছে তিনটি করে ম্যাচ।
শুক্রবার দিনের প্রথম ম্যাচে বিকেল ৪টায় উত্তর বারিধারা ক্লাবের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। শক্তির বিচারে এগিয়ে থাকা কিংস জয় দিয়েই শুরু করতে চাইবে দ্বিতীয় লেগ। ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা।
সন্ধ্যা ৭টায় বাংলাদেশ পুলিশ এফসির বিরুদ্ধে মাঠে নামবে পয়েন্ট টেবিলের ৩য় অবস্থানে থাকা ঢাকা আবাহনী। পুলিশের বিরুদ্ধে জয়ের মাধ্যমে নিজেদের অবস্থান আরও মজবুত করার চেষ্টা চালাবে সানডে-রায়হানরা।
দিনের সর্বশেষ ম্যাচে রাত ৯টায়। এই ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়া চক্র। ১২ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১২তম অবস্থানে থাকা ব্রাদার্সের জন্য জয়ের বিকল্প নেই। রেলিগেশন জোনে থাকা দলটিও চাইবে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]