বার্সায় ফিরতে ‘মরিয়া’ নেইমার, পিএসজি চাচ্ছে মেসিকে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৭ এএম, ৩০ এপ্রিল ২০২১
বার্সায় ফিরতে ‘মরিয়া’ নেইমার, পিএসজি চাচ্ছে মেসিকে

ফাইল ফটো

গুঞ্জন রয়েছে, মেসিকে পেতে চেষ্টা চালাচ্ছে ফরাসি ক্লাব পিএসজি। তবে ‌‘প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) বেশ সুখেই আছেন নেইমার’ জনমনে এমন প্রচার থাকলেও আবারও বার্সেলোনায় ফেরায় মুখিয়ে আছেন ব্রাজিলীয় এই সুপার স্টার।

নতুন বছর পিএসজির সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে নেইমারের। ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে আসা এ পিএসজি স্ট্রাইকার প্যরিসে নিজের ভবিষ্যৎ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দিয়েছেন। সেখানে পিএসজির সাথে নতুন করে চুক্তির বিষয়ে সময় নিয়েছেন বলেও জানিয়েছেন।

নেইমার বলেন, ‘চুক্তির বিষয়ে আমি এখানে সময় পেয়েছি। সবার জন্য যেটি ভালো হবে সেইটিই করতে চাই আমরা। আমি ইতোমধ্যে বলেছি যে, এখানে বর্তমানে বেশ ভালো আছি। আগের মৌসুমের তুলনায় এবার বেশি স্বস্তিবোধ করছি।’

তবে আসল কথা হচ্ছে বার্সেলোনায় ফিরতে চান নেইমার। যেখানে তিনি ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিলেন। স্প্যানিশ সংবাদপত্র মুন্ডো ডিপোর্তিভোর রিপোর্টে এমনটাই বলা হয়েছে। সংবাদ মাধ্যমটি বলে, ‘বার্সেলোনায় ফিরে মেসির সঙ্গে জুটি বাধতে মরিয়া ব্রাজিলীয় সুপার স্টার নেইমার। তার কাছে পিএসজির চেয়ে বার্সেলোনাই বেশি পছন্দের।’

এদিকে, প্যারিসে বসে ক্যাম্প ন্যুয়ে মেসির বর্তমান পরিস্থিতির উপর তীক্ষ্ম নজর রাখছেন ২৯ বছর বয়সি নেইমার। গ্রীষ্মে তিনি বার্সা ছাড়তে পারেন বলেও গুঞ্জন আছে।

পিএসজির সভাপতি নাসের আল খেলাফির অনুরোধ সত্ত্বে ২০২৬ সাল পর্যন্ত মেয়াদের নতুন চুক্তিতে এখনো স্বাক্ষর করেননি নেইমার। এ তারকাকে রেখে দেওয়ার জন্য গ্রীষ্মকালীন দলবদলের সময় মেসিকেও দলে ভেড়ানোর চেষ্টা করছে পিএসজি

বুধবার স্প্যানিশ গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, মেসিকে আকৃষ্ট করতে অন্তত দুই বছরের চুক্তির প্রস্তুতি নিচ্ছে পিএসজি। যেখানে আরও এক বা দুই বছরের জন্য মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে।

তবে বার্সেলোনার এক নম্বর লক্ষ্যে নেই নেইমার। বরং গ্রীষ্মকালীণ দলবদলে বরুশিয়া ডর্টমুন্ডের স্ট্রাইকার আর্লিং হালান্ডের প্রতি বেশি মনোযোগ বার্সা সভাপতির।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

চেলসির বিপক্ষে অনিশ্চিত মার্সেলো

চেলসির বিপক্ষে অনিশ্চিত মার্সেলো

ঘরের মাঠে ম্যান সিটির কাছে হারল পিএসজি

ঘরের মাঠে ম্যান সিটির কাছে হারল পিএসজি

লকডাউনেও চলবে ফুটবল, সব ম্যাচ ঢাকায়

লকডাউনেও চলবে ফুটবল, সব ম্যাচ ঢাকায়

বিশ্বকাপের আগে কাতারে বসবে ফিফার আরব কাপ

বিশ্বকাপের আগে কাতারে বসবে ফিফার আরব কাপ