উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে চেলসির বিপক্ষে খেলা অনিশ্চিত রিয়াল মাদ্রিদের মার্সেলোর। ইঞ্জুরি কিংবা কার্ড সমস্যায় নয়, বরং নির্বাচনী দায়িত্ব পালনের কাজে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামা অনিশ্চিত এই ডিফেন্ডারের।
২০১১ সালের স্পেনের নাগরিকত্ব লাভ করেন মার্সেলো। আর স্পেনের নিয়ম অনুযায়ী ইলেক্টোরাল নিবন্ধনে থাকা সব বাসিন্দাদের নির্বাচনী দায়িত্ব পালন করতে হয়। সেই দায়িত্ব কারা পালন করবে তার জন্য ড্র এর ব্যবস্থা করা হয়।
৫ এপ্রিল অনুষ্ঠিত সেই ড্রয়ে নাম উঠে মার্সেলো ও ভিক্টর চোস্তের। ইঞ্জুরির কারণে চোস্তে দায়িত্ব পালন করতে না পারলেও দায়িত্ব পালন করতে হবে মার্সেলোকে ।
রিয়াল মাদ্রিদ মার্সেলোর নাম প্রত্যাহারের জন্যও আবেদন করেছিল ,তবে তা নাকচ করে দেয় সংশ্লিষ্টরা। ফলে, আগামী ৪ মে নির্বাচনের দায়িত্ব পালন করতে হবে তাকে।
আর এই কারণে ৫ই মে চেলসির বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে অংশ নেয়া অসম্ভবই বলা চলে মার্সেলোর।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]