মেসিকে `বড় অঙ্কের` প্রস্তাব পিএসজির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৩ এএম, ৩০ এপ্রিল ২০২১
মেসিকে `বড় অঙ্কের` প্রস্তাব পিএসজির

৩০ জুন বার্সেলোনার সাথে শেষ হতে যাচ্ছে লিওনেল মেসির চুক্তি। যত দিন যাচ্ছে তত মেসিভক্তদের মনে প্রশ্ন জাগছে, বার্সার সাথে ২০ বছরের পথ চলা কি তবে শেষ হয়েই যাচ্ছে? গুঞ্জন রয়েছে, মেসিকে পেতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফরাসি ক্লাব পিএসজি। 

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি, পিএসজি মেসিকে বিরাট অঙ্কের অর্থ প্রস্তাব দিয়েছে, যা অন্য কোন ক্লাবের পক্ষে দেয়া বর্তমান সময়ে সম্ভব না। এমনকি, বার্সেলোনাও মেসিকে এত অর্থ দিয়ে রাখতে পারবে কিনা সন্দেহ রয়েছে। 

উক্ত গণমাধ্যম সরাসরি অর্থের পরিমাণ উল্লেখ না করলেও, এতটুকু জানিয়েছে যে পিএসজি থেকে গেলে মেসিকে দেয়া হবে বিখ্যাত `১০` নম্বর জার্সি। 

যেই নেইমার মেসির ছায়াতল থেকে বের হওয়ার জন্য বার্সা ছেড়েছিল, সেই নেইমার কি মেসিকে চাই? বাস্তবতা হলো, আকার ইঙ্গিতে নেইমারও বর্তমানে সতীর্থ হিসেবে চাচ্ছে মেসিকে।

বার্সেলোনায় মেসির দুই সতীর্থ গ্রিজম্যান ও আলবা মনে করেন প্রাণের ক্লাব বার্সেলোনা ছাড়বে না মেসি। যদিও তারা এটাও বলেন যে, শেষ পর্যন্ত আসলেই কি ঘটে তা বলা মুশকিল।  

বার্সার নতুন বোর্ড প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা যদিও বারবার বলছেন বার্সেলোনাতেই থাকবে মেসি, এবং মেসিকে রাখার জন্য সব রকমের চেষ্টাই করবে তার ক্লাব। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ঘরের মাঠে ম্যান সিটির কাছে হারল পিএসজি

ঘরের মাঠে ম্যান সিটির কাছে হারল পিএসজি

লকডাউনেও চলবে ফুটবল, সব ম্যাচ ঢাকায়

লকডাউনেও চলবে ফুটবল, সব ম্যাচ ঢাকায়

বিশ্বকাপের আগে কাতারে বসবে ফিফার আরব কাপ

বিশ্বকাপের আগে কাতারে বসবে ফিফার আরব কাপ

বায়ার্ন মিউনিখের নতুন কোচ নিগেলসম্যান

বায়ার্ন মিউনিখের নতুন কোচ নিগেলসম্যান