উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বুধবার (২৮ এপ্রিল) রাতে এগিয়ে গিয়েও পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হলো পিএসজিকে। ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হারে নেইমাররা। পিএসজির হয়ে মারকিনয়োস একটি এবং সিটির হয়ে কেভিন ডি ব্রুইন ও মাহরেজ একটি করে গোল করেন।
ঘরের মাঠের সুবিধাকে কাজে লাগিয়ে প্রথম লেগে নিজেদের এগিয়ে রাখার সুযোগ ছিল পিএসজির সামনে। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা।
ম্যাচে শুরুতে পিএসজি এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে দারুণ ভাবে ম্যাচে ফিরে আসে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ১৫ মিনিটে মারকিউনহুসের গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর আরও কিছু সুযোগ তৈরি করলেও বল জালে জড়াতে ব্যর্থ হয় ফরোয়ার্ডরা।
পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা ম্যানচেস্টার সিটি দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় দ্বিতীয়ার্ধে। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে ম্যাচে সমতায় ফিরে তারা।
ম্যাচে সমতায় ফিরে আরও মরিয়া হয়ে উঠে ম্যানচেস্টার সিটি। পিএসজিকে চেপে ধরে নিজেদের দ্বিতীয় গোলও বের করে নেয় তারা। ম্যাচের ৭১ মিনিটে রিয়াদ মাহরেজের গোলে ২-১ গোলে এগিয়ে যায় ম্যাচেস্টার সিটি।
ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে এ্যাওয়ে ম্যাচে জয় দিয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে থাকলো ম্যানচেস্টার সিটি।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]