লকডাউনেও চলবে ফুটবল, সব ম্যাচ ঢাকায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৬ এএম, ২৯ এপ্রিল ২০২১
লকডাউনেও চলবে ফুটবল, সব ম্যাচ ঢাকায়

দেশে লকডাউনের সময় বৃদ্ধির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় লেগের খেলা যথা সময়ে মাঠে গড়ানো নিয়ে সংশয় ছিল। তবে বাংলাদেশ ফুবটল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে লিগ শুরুর বিষয়ে নিশ্চিত করা হয়েছে।বলা হয়, লকডাউন চলাকালীন শুধুমাত্র ঢাকায় খেলা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বাফুফের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি মেনেই ফুটবল খেলা পরিচালনা করা হবে। লকডাউনে আপাতত শুধু ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা হবে। তবে লকডাউন শেষে পূর্বের ন্যায় চারটি ভেন্যুতেই প্রিমিয়ার লিগের খেলা অনুষ্ঠিত হবে।

বাফুফের সিনিয়র সহ সভাপতি বলেন, `‘আমাদের কমিটি থেকে সিদ্ধান্ত নেয়া হয় যে আগামী ৩০ এপ্রিল থেকে পেশাদার লীগের দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে। এ সিদ্ধান্ত এখনও পর্যন্ত বহাল আছে। দ্বিতীয় পর্বে আগের মতো চারটি ভেন্যুতেই খেলা হবে এবং সরকারের সকল প্রোটোকল মেনেই খেলা চলবে।` 

লিগ শুরুর আর মাত্র দুই দিন বাকি থাকলেও এখনও প্রকাশ করা হয়নি দ্বিতীয় লেগের সময়সূচি। এ ব্যাপারে মুর্শেদী বলেন, `এএফসি কাপে আবাহনী লিঃ, ঢাকা অংশ নিবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আমাদেরকে তারা জানায়নি। বসুন্ধরা কিংস খেলবে সেটি নিশ্চিত। তাই দ্বিতীয় পর্বের ফিক্সচার আমরা এখনও তৈরি করতে পারিনি। আবাহনী লিঃ, ঢাকা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিলে আমরা ফিক্সচার প্রকাশ করবো`

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের আগে কাতারে বসবে ফিফার আরব কাপ

বিশ্বকাপের আগে কাতারে বসবে ফিফার আরব কাপ

বায়ার্ন মিউনিখের নতুন কোচ নিগেলসম্যান

বায়ার্ন মিউনিখের নতুন কোচ নিগেলসম্যান

শিরোপা জয়ের কঠিন পথে জুভেন্টাস

শিরোপা জয়ের কঠিন পথে জুভেন্টাস

লকডাউনেও লিগ চালাতে চায় বাফুফে, অপেক্ষা সবুজ সংকেতের

লকডাউনেও লিগ চালাতে চায় বাফুফে, অপেক্ষা সবুজ সংকেতের