লকডাউনেও লিগ চালাতে চায় বাফুফে, অপেক্ষা সবুজ সংকেতের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৭ এএম, ২৮ এপ্রিল ২০২১
লকডাউনেও লিগ চালাতে চায় বাফুফে, অপেক্ষা সবুজ সংকেতের

দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলেও লিগ পেছানোর ধারা থেকে বের হয়ে আসতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সূচি অনুযায়ী, শুক্রবার (৩০ এপ্রিল) থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর বিষয়ে বদ্ধপরিকর বাফুফে। তবে লকডাউনের সময় বাড়ানোয় বিপাকে পড়েছে বাফুফে। এখন মন্ত্রণালয়ে সবুজ সংকেত পেলেই মাঠে ফিরতে চায় ফেডারেশন।

লকডাউনের মধ্যে লিগ চলবে কিনা এমন প্রশ্নের জবাবে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, প্রজ্ঞাপনের উপর সবকিছু নির্ভর করছে। দর্শকশূন্য স্টেডিয়ামেও খেলা চালাতে রাজি বাফুফে।

তিনি বলেন, `প্রজ্ঞাপন পাওয়ার পর বলা যাবে খেলা চালানোর মত পরিস্থিতি আছে কিনা। স্বাস্থ্যমন্ত্রণালয়ের সাথে কথা বলে, তাদের পরামর্শ নিয়ে খেলা চালাব।` 

এদিকে লিগ কমিটির চেয়ারম্যান আবু সালাম মুর্শেদী  জানান, খেলা না চললে খেলোয়াড়রা অনুশীলন করবে না, ফিটনেস ঘাটতি দেখা দিবে। 

মুর্শেদী বলেন, `এক বছর ধরে খেলা নেই, খেলোয়াড়েরা ক্ষতিগ্রস্ত। খেলা না হলে খেলোয়াড়দের অনুশীলন হবে না, খেলোয়াড়েরা শেষ হয়ে যাবে। ইউরোপে দর্শক ছাড়া খেলা হচ্ছে। খেলোয়াড়দের বাঁচিয়ে রাখার জন্য হলেও মাঠে খেলা দরকার।` 

এদিকে, শুরুর দিকে লিগ পেছানোর দাবি করা আরামবাগ ক্রীড়া সংঘ দলগতভাবে নিজেদের অনুশীলন শুরু করেছে । 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দেশে ফিরে কোয়ারেন্টাইনে জামাল-জীবন

দেশে ফিরে কোয়ারেন্টাইনে জামাল-জীবন

নারীদের লিগ নিয়ে সতর্ক বাফুফে

নারীদের লিগ নিয়ে সতর্ক বাফুফে

শীঘ্রই মাঠে ফিরছে ঘরোয়া ফুটবল

শীঘ্রই মাঠে ফিরছে ঘরোয়া ফুটবল

স্বপ্নটা আরও বড় এফসি ব্রাহ্মণবাড়িয়ার

স্বপ্নটা আরও বড় এফসি ব্রাহ্মণবাড়িয়ার