দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। এমন সময়ে একের পর এক দুঃসংবাদ শুনতে হচ্ছে ব্রাজিলকে। পায়ের পাতার চোটে তিন মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন দলটির সেরা তারকা নেইমার। এবার পা ভেঙে বিশ্বকাপ অনিশ্চিত হয়ে পড়লো ডিফেন্ডার ফিলিপ লুইসের।
বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের লড়াইয়ে এই চোট পেয়েছেন লুইস। প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়ের লাথিতে বাঁ পায়ে বড় ধরণের আঘাত পেয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার। এরপর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ম্যাচ শেষে কোচ ডিয়েগো সিমিওন লুইসের চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এক্স-রের পর অ্যাটলেটিকো মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছে, লুইসের ইনজুরিটি বেশ গুরুতরই। ফলে পুরো মৌসুমের জন্যই মাঠের বাইরে চলে যেতে পারেন ব্রাজিলিয়ান এই ফুল-ব্যাক।