ডেনমার্ক থেকে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সোমবার তিনি ঢাকা পৌঁছান। একই দিন ঢাকা ফিরেছেন আরেক ফুটবলার। লকডাউনে কলকাতায় আটকে পড়া ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবনও দেশে ফিরেছেন।
সাইফ স্পোর্টিংয়ের হয়ে লিগে খেলতে গত শনিবার ডেনমার্ক থেকে দেশে ফিরতে চেয়েছিলেন জামাল। তবে কোপেনহেগেন বিমানবন্দরে ডেনিস পাসপোর্ট দেখানোর কারণে তাকে ‘বিদেশি’ হিসেবে বিবেচনা করে বোর্ডিং পাসে আটকে দেওয়া হয়। অবশেষে সেই সমস্যা সমাধান করে দেশে ফিরেছেন জামাল ভূঁইয়া।
দেশের ফেরার পর নিজ দায়িত্বে তিন হোটেলে কোয়ারেন্টাইন পালন করবেন তিনি। এরপর করোনা পরীক্ষায় নেগেটিভ হলে বাসায় ফিরবেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবল অধিনায়ক।
অন্যদিকে, ভারতে চিকিৎসা নিতে গিয়ে লকডাউনে সীমান্ত বন্ধ হওয়ায় কলকাতায় আটকা পড়েন নাবিব নেওয়াজ জীবন। পরে বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে ফিরেছেন জীবন। তিনিও এখন কোয়ারেন্টাইন পালন করছেন।
২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ খেলতে জুনে কাতার যাবে বাংলাদেশ ফুটবল দল। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এএফসি ও ফিফার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ দলকে সেখানেই তিনটি হোম ম্যাচ খেলতে হবে।
সূচি অনুযায়ী, ৩ জুন আফগানিস্তানের বিপক্ষে, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]