নিষিদ্ধের শঙ্কায় সুপার লিগে যোগ দেওয়া ইতালীয় ক্লাবগুলো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৪ পিএম, ২৭ এপ্রিল ২০২১
নিষিদ্ধের শঙ্কায় সুপার লিগে যোগ দেওয়া ইতালীয় ক্লাবগুলো

ইউরোপীয় সুপার লিগের বিতর্ক আরও দীর্ঘ হচ্ছে। বিতর্কিত সুপার লিগে নাম লেখানো ক্লাবগুলোকে এবার সিরি-এ লিগসহ ইতালির সবধরনের ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। ইতালীয় ফুটবল ফেডারেশন (এফআইজসি) এ ঘোষণা দিয়েছে।

গত সপ্তাহে ইউরোপীয় সুপার লিগ আযোজনের জন্য যে ১২টি ক্লাব চুক্তিবদ্ধ হয়েছিল তাদের মধ্যে সির-এ লিগের ক্লাব জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলান অন্তর্ভুক্ত ছিল। ইতালীয় ফুটবল ফেডারেশনের ঘোষণায় এবার ক্লবগুলো নতুন শঙ্কায় পড়লো।

সোমবার (২৬ এপ্রিল) এক বৈঠক শেষে এফআইজিসির সভাপতি গাব্রিয়েল গ্রাভিনা বলেছেন, ‘ফিফা ও উয়েফার আওতার বাইরে গিয়ে যেসব ক্লাব আলাদাভাবে টুর্নামেন্ট আয়োজন করতে চেয়েছিল আমাদের চ্যাম্পিয়নশিপ থেকে তাদের এফিলিয়েশন বাতিল করা হবে।’

ইংলিশ প্রিমিয়ার লিগের ছয়টি ক্লাব ওই প্রস্তাবিত টুর্নামেন্ট সুপার লিগ থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেওয়ার পর গত বুধবার সরে দাঁড়ানোর ঘোষণা দেয় ইন্টার মিলান। তবে জুভেন্টাস ও এসি মিলান তাদের অবস্থান এখনো পরিস্কার করেনি। ওই প্রকল্পটি ব্যর্থ হয়েছে বলে স্বীকার করে নিলেও সেটি ত্যাগ করেছে কি-না তা জানায়নি ক্লাব দুটি।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সুপার লিগের নতুন বিতর্ক, চাইলেই ছাড়তে পারবে না ক্লাব

সুপার লিগের নতুন বিতর্ক, চাইলেই ছাড়তে পারবে না ক্লাব

সুপার লিগ ক্যালেঙ্কারি : চেলসির দুঃখ প্রকাশ

সুপার লিগ ক্যালেঙ্কারি : চেলসির দুঃখ প্রকাশ

ফুটবল ‘বাঁচাতেই’ ইউরোপিয়ান সুপার লিগ

ফুটবল ‘বাঁচাতেই’ ইউরোপিয়ান সুপার লিগ

ইউরোপিয়ান সুপার লিগে অর্থায়ন করছে যুক্তরাষ্ট্রের ব্যাংক

ইউরোপিয়ান সুপার লিগে অর্থায়ন করছে যুক্তরাষ্ট্রের ব্যাংক