সময়টা খারাপই যাচ্ছে জুভেন্টাসের। সিরি আ'র শিরোপা জয়ের দৌড়ে আরও পিছিয়ে গেল তারা। রবিবার (২৪ এপ্রিল) ফিওরেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে হোঁচট খেল রোনালদোরা। এই ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ইন্টার মিলানের সাথে পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়ালো ১৩। আর তাই শিরোপা জয় আরও কঠিন হয়ে গেল জুভেন্টাসের জন্য।
ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়েছে জুভেন্টাস। আর ফিওরেন্টিনার বিপক্ষে ড্র জুভেন্টাসকে এক প্রকার শিরোপা থেকে বঞ্চিতই করে দিল। ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠের সুবিধাকে কাজে লাগিয়ে আধিপত্য বিস্তার করে খেলে ফিওরেন্টিনা। একের পর এক আক্রমণ করে যায় তারা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মিলে ম্যাচের ২৩ মিনিটে। পেনাল্টি স্পট থেকে ভ্লাহোভিচ বল জালে জড়ালে এগিয়ে যায় তারা।
প্রথমার্ধের বাকি সময় গোল পরিশোধের জন্য জুভেন্টাস চেষ্টা করলেও সফল হয়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফিরে তারা। ৪৬ মিনিটে বাঁ পায়ের শট থেকে বল জালে জড়ান আলভারো মোরাতো। শেষ দিকে রোনালদো সহজ একটি সুযোগ মিস করলে পূর্ণ পয়েন্ট থেকেও বঞ্চিত হয় তার দল।
এই ড্রতে ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তিনে আছে জুভেন্টাস। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে এক ম্যাচ কম খেলা এসি মিলান। আর জুভের সমান ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]