এফএ কাপ জিততে না পারলেও লিগ কাপ জিতে সেই আক্ষেপ ঘুচালো ম্যানচেস্টার সিটি। গত সপ্তাহে এফএ কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় সিটিকে। তবে লিগ কাপের শিরোপা নিজেদের করে নিতে ভুল করেনি পেপ গার্দিওলার শিষ্যরা।
রোববার (২৪ এপ্রিল) টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে পরাজিত করে টানা ৪র্থ বারের মতো শিরোপা জিতলো তারা। একই সাথে ৮ম বারের মতো লিগ কাপ জিতে লিভারপুলের সাথে যৌথভাবে সর্বাধিকবার লিগ শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বসালো তারা। এখন প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের অপেক্ষায় তারা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যান সিটি। রহিম স্টারলিং, মাহরেজ , ফোডেনরা একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও কখনো লক্ষ্যভ্রষ্ট শট আবার কখনো গোলকিপার বাধা হয়ে দাঁড়ায়। ফলে প্রথমার্ধে গোল শূণ্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ এক সুযোগ পায় টটেনহ্যাম। তবে সিটির গোলকিপার তা প্রতিহত করে ফেলেন। ৫৫ মিনিটে স্টারলিং আরও একটি সুযোগ মিস করে।
ম্যাচের শেষ দিকে ৮২তম মিনিটে আইমেরিক লাপোর্তের করা একমাত্র গোলে জয় নিশ্চিত হয়। পাশাপাশি শিরোপা জয়ও নিশ্চিত করে ম্যানটেস্টার সিটি।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]