শিরোপা দৌড়ে থাকার জন্য জয়ের বিকল্প ছিল না বার্সেলোনার সামনে। প্রতিপক্ষ ভিয়ারিয়ালের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও গ্রিজম্যানের জোড়া গোলে ভিয়ারিয়ালকে ২-১ গোলে পরাজিত করে বার্সেলোনা। এই জয়ে লা-লিগা শিরোপার দৌড়ে আরও এগিয়ে গেল বার্সেলোনা । ৭১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে অবস্থান করছে মেসিরা।
রবিবার (২৫ এপ্রিল) রাতে ঘরের মাঠে ভিয়ারিয়ালকে এগিয়ে যেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ২৬ মিনিটে স্যামুয়েলের গোলে বার্সেলোনার বিপক্ষে এগিয়ে যায় তারা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা।
ম্যাচের ২৮ মিনিটে দলকে সমতায় ফেরান বার্সেলোনার আঁতোয়ান গ্রিজম্যান। অসাধারণ চিপ থেকে গোল করেন তিনি। দলকে এগিয়ে নেয়ার কাজটিও করেন গ্রিজম্যানই। ম্যাচের ৩৫ মিনিটে ভিয়ারিয়ালের ডিফেন্সের ভুলে বল পেয়ে বল জালে জড়াতে ভুল করেননি তিনি।
ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। এদিকে, বার্সেলোনা জয় পেলেও হেরেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ৩২ ম্যাচে অ্যাথলেটিকোর পয়েন্ট ৭৩, বার্সেলোনার ৭১ আর ৩৩ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭১।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]