দেশে ফেরার পথে আটকে গেলেন জামাল ভূঁইয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০০ এএম, ২৬ এপ্রিল ২০২১
দেশে ফেরার পথে আটকে গেলেন জামাল ভূঁইয়া

শুক্রবার (৩০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের খেলা। দ্বিতীয় লেগে সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন জামাল ভুঁইয়া। তবে ডেনমার্ক থেকে ফিরতে পারেননি জামাল। বিমানবন্দরে গিয়েও বিমানে উঠতে পারেননি তিনি। লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় বাংলাদেশে ফেরার পথে আটকে যান বাংলাদেশের এ অধিনায়ক।

শনিবার (২৪ এপ্রিল) বাংলাদেশে আসার লক্ষ্যে কোপেনহেগেন বিমানবন্দরে আসেন জামাল। এমিরেটস এয়ারলাইন্সে করে আজ রবিবার (২৫ এপ্রিল) সকালে বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল তার। তবে, বিমানেই উঠতে দেয়া হয়নি জামালকে। 

মূলত, লকডাউনের কারণে বাংলাদেশে আপাতত বন্ধ রয়েছে সকল আন্তর্জাতিক ফ্লাইট, আর তাই জামালের বাংলাদেশে আসা সম্ভব হয়ে উঠেনি। তারপরও জামাল ভুঁইয়া বাংলাদেশে আসতে পারতো যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি থাকত। কিন্তু সেটিও না থাকায় জামাল ভূঁইয়াকে বিমানে ওঠার বোর্ডিং পাস দিতে অপারগতা প্রকাশ করে। ফলে বিমান বন্দর থেকে আবারও নিজের বাড়িতে চলে যেতে হয় তাকে। 

নেপালের ত্রি-দেশীয় টুর্নামেন্ট শেষ করে নেপাল থেকেই সরাসরি ডেনমার্ক এ চলে গিয়েছিলেন জামাল। লিগের দ্বিতীয় লেগে আবারও সাইফের হয়ে মাঠ মাতাবেন জনপ্রিয় এই ফুটবলার 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পয়েন্ট হারিয়ে শিরোপা দৌড়ে রিয়ালের হোঁচট

পয়েন্ট হারিয়ে শিরোপা দৌড়ে রিয়ালের হোঁচট

এমবাপের জোড়া গোলে পিএসজির জয়

এমবাপের জোড়া গোলে পিএসজির জয়

ইউরোর সূচি পরিবর্তন : উদ্বোধনীতে তুরষ্ক-ইতালি, ওয়েম্বলিতে ফাইনাল

ইউরোর সূচি পরিবর্তন : উদ্বোধনীতে তুরষ্ক-ইতালি, ওয়েম্বলিতে ফাইনাল

নারীদের লিগ নিয়ে সতর্ক বাফুফে

নারীদের লিগ নিয়ে সতর্ক বাফুফে