সম্ভাবনা ছিল সুযোগও পেয়েছিল, তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় নিজেদের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে পয়েন্ট হারিয়ে শিরোপা দৌড়ে হোঁচট খেলো রিয়াল।
শনিবার (২৪ এপ্রিল) দিনগত রাতে ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে রিয়াল মাদ্রিদ। তবে প্রতিপক্ষ বেতিসের ওপর চাপ সৃষ্টি করতে পারলেও গোল আদায় করতে পারেনি।
লক্ষ্যভ্রষ্ট আর দুর্বল শটের কারণে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি রিয়াল। পুরো ম্যাচে ১৭টি শটের মধ্যে ৫বার টার্গেট শট নিয়েছিল রিয়াল। এছাড়া ৮টি কর্নার কিক থেকেও সদ্ব্যবহার করতে পারেনি তারা। গোল আদায় করতে ব্যর্থ হওয়া রিয়াল মাদ্রিদ মাঠ ছাড়ে পয়েন্ট ভাগ করে।
অন্যদিকে, ম্যাচে রিয়াল বেতিসও সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার। তবে নিখুঁত ফিনিশিংয়ের অভাবে মাদ্রিদের মতো তারাও গোল আদায় করতে ব্যর্থ হয়েছে। মাদ্রিদের গোল মুখে মোট ৬টি শটের মাঝে মাত্র দুবার টার্গেট শট নিয়েছিল তারা।
এদিকে, এ ড্রয়ে শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদের। ৩২ ম্যাচ খেলে শীর্ষস্থানে থাকা আ্যথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৭৩। আর ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মেসির বার্সেলোনা। এছাড়া ৬ নম্বরে থাকা রিয়াল বেতিসের ৩৩ ম্যাচে পয়েন্ট ৫০।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]