টানা তিন জয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো পিএসজি। শনিবার (২৪ এপ্রিল) প্রতিপক্ষ মেসের মাঠে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে নেইমার-এমবাপের পিএসজি। এমবাপের জোড়া গোলের সাথে বাকি গোলটি করেছেন মাউরো ইকার্দি।
প্রতিপক্ষের মাঠ হলেও বল দখল ও আক্রমণে মেসের চেয়ে বেশ এগিয়ে ছিল পিএসজি। গোল পেতেও বেশি সময় নেয়নি তারা। চতুর্থ মিনিটেই জোড়ালো এক শটে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে।
প্রথমার্ধের বাকি সময় চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরে তারা। ম্যাচের ৪৬তম মিনিটে হেড থেকে গোল করে দলকে সমতায় ফেরান ডিফেন্ডার ফ্যাবিয়ান।
তবে আবারও এগিয়ে যেতে বেশিক্ষণ লাগেনি পিএজির। ৫৯তম মিনিটে এমবাপের জোড়ালো শট ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ালে ২-১ গোলে এগিয়ে যায় পিএসজি।
ঘরের মাঠে সমতায় ফিরতে মরিয়া হলেও কাজের কাজ করতে পারেনি মেস। উল্টো ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে দলের তৃতীয় গোল নিশ্চিত করেন নেইমারের বদলি হিসেবে নামা ইকার্দি। নির্ধারিত সময় শেষে ৩-১ গোলের ব্যাবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
এদিকে এ জয়ে লিগ ওয়ানে টানা তিন ম্যাচে জয় তুলে নিল পিএসজি। ৩৪ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে রয়েছে তারা। অন্যদিকে, পিএসজির কাছে পরাজয়সহ শেষ পাঁচ ম্যাচের ৪টিতেই হেরে ১০ নম্বরে রয়েছে মেস।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]