ক্লাব ছাড়ার গুঞ্জন রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে, শোনা যাচ্ছে পূর্বের ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে আবারও দেখা যেতে পারে রোনালদোকে। এ ব্যাপারে জুভেন্টাসের সাথে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে ইউনাইটেড। ব্যক্তিগত পারফরম্যান্সে রোনালদো উজ্জ্বল হলেও দলীয় ব্যর্থতায় শিরোপা বঞ্ছিত হচ্ছেন তিনি। আর তাই নিজের ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করতে আবারও ফিরতে পারেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ।
রিয়াল মাদ্রিদেও যোগ দেয়ার সম্ভাবনা ছিল রোনালদোর। ক্যারিয়ারের দীর্ঘ সময় রিয়ালের হয়ে খেললেও দর্শকদের ভালোবাসা সেভাবে পাননি তিনি। প্রায়ই শুনেছেন দর্শকদের তিরস্কার সহ সমালোচনা। রিয়াল মাদ্রিদ বস জিনেদিন জিদানেরও তেমন আগ্রহ নেই রোনালদোকে নিয়ে, তাই বলা চলে মাদ্রিদে যাওয়া হচ্ছে না রোনালদোর।
ম্যানচেস্টার ইউনাটেডের হয়ে রোনালদোর রয়েছে দারুণ সব স্মৃতি। এই মৌসুম শেষে ইউনাইটেডের কাভানি দল ছাড়ছে, ফলে খালি হচ্ছে বিখ্যাত সেই `৭` নম্বর জার্সি। সেই `৭` নম্বর জার্সিতে কি দেখা যাবে রোনালদোকে?
ইউরোপের গণমাধ্যমের খবর, টাকার চেয়েও আবেগে ইউনাইটেডে ফিরতে মরিয়া রোনালদো নিজেই। প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষের দিকে। আর তাই মৌসুম শেষে রোনালদোকে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের দল ইউনাইটেডে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]