ঘরের মাঠ, প্রতিপক্ষ ছিল এভারটন, ফলে জয়ের আশা করাটা অসম্ভব কিছু ছিল না আর্সেনালের। তবে উল্টো দুই যুগেরও বেশি সময় (২৫ বছর) পর এভারটনের কাছে ঘরের মাঠে হেরে বসলো আর্সেনাল।
ঘরের মাঠে আধিপত্য বিস্তার করেই খেলছিল আর্সেনাল। তবে শুক্রবার (২৩ এপ্রিল) দিনগত রাতে এভারটনের কাছে ১-০ গোলে হেরে গেছে স্বাগতিকরা।
বল পজিশন থেকে শুরু করে শট, এমনকি সবদিক দিকেই এভারটনের চেয়ে বেশ এগিয়ে ছিল আর্সেনাল। তবে গোলের খেলা ফুটবল, সেই গোলের দেখাই পায়নি আর্সেনাল।
গোল শূন্য ব্যবধানে প্রথমার্ধ শেষ করে দ্বিতীয়ার্ধেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না কেউ। তবে ম্যাচের ৭৬ মিনিটে নিজেদের ভুলে গোল খেয়ে বসে আর্সেনাল।
এভারটনের নেওয়া অন টার্গেট শটে আত্মঘাতী গোল করে বসেন আর্সেনাল কিপার লিনু। এরপর ম্যাচের বাকি সময় ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়েও কোন লাভ হয়নি। হারের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিক আর্সেনালের।
এ জয়ে ৩২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ম স্থানে স্থান করছে এভারটন। অন্যদিকে, ৪৬ পয়েন্ট এভারটনের পরের অবস্থানেই রয়েছে আর্সেনাল।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]