ক্রোয়েশিয়ান ফুটবল তারকা লুকা মদ্রিচের সাথে চুক্তি নবায়ন করলো রিয়াল মাদ্রিদ। সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তবে কত বছরের জন্য চুক্তি নবায়ন করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাননি।
২০১২ সালে টটেনহ্যাম থেকে রিয়ালে যোগ দেন এই ক্রোয়েশিয়ান ফুটবলার। বর্তমানে দলটির অন্যতম সেরা ফুটবলার তিনি। আগামী মৌসুমে যখন তার রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি শেষ হবে তখন তিনি গ্যালাকটিকোদের সাথে পুরো এক দশক সম্পর্ক পূর্ণ করবেন;।
লুকা মদ্রিচ তার ক্যারিয়ারে ব্যালন ডি`অর , লা-লিগা সহ চারটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় লাভ করেন। পাশাপাশি নিজ দেশের হয়েও তিনি নিয়মিতই খেলে যাচ্ছেন।
এদিকে, মদ্রিচের চুক্তি নিশ্চিত করলেও দলটির অধিনায়ক সার্জিও রামোসের চুক্তির ব্যাপারে এখনও নিশ্চিত করে বলতে পারেনি ক্লাব প্রেসিডেন্ট। আর্থিক বিষয় নিয়ে কিছুটা ঝামেলা চললেও অতি দ্রুতই চুক্তি সেরে ফেলার ব্যাপারে আশাবাদী পেরেজ।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]