করোনাভাইরাসের কারণে মাঠে ফিরতে পারছিল না ফুটবল। দ্বিতীয় লেগ শুরু নিয়েও ছিল সংশয়। তবে সকল সংশয়কে দূরে সরিয়ে আশার কথা ই শোনাল বাফুফে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) এক ভার্চুয়াল মিটিংয়ে বাফুফের পক্ষ হতে জানানো হয় যে আগামী ৩০ এপ্রিল মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের খেলা।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ায়ই মূলত লিগ শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।
এ ব্যাপারে আব্দুস সালাম মুর্শেদী বলেন ,`আমরা ক্রীড়া মন্ত্রীর সাথে কথা বলেছি, মন্ত্রী সাহেব লিগ শুরুর ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আমরাও স্বাস্থ্যবিধি মেনে লিগ শুরু করতে চাই। আশা করি ৩০ এপ্রিল থেকে লিগ শুরু করতে পারব।`
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]