বিতর্ক যেন শেষ হচ্ছে না ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে। কেউ পক্ষে তো, কেউ বিপক্ষে। তবে শুরু থেকেই এর পক্ষে ছিলেন রিয়াল মাদ্রিদ ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তিনি মনে করেন ফুটবলকে বাঁচাতেই এই লিগের দরকার। বর্তমান তরুণ প্রজন্ম ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলেও ধারণা তার।
আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে মঙ্গলবার (২০ এপ্রিল) রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট আরো জানান, কিছু ছোট দলের বাজে খেলা ফুটবলের সৌন্দর্য নস্ট করে দিচ্ছে, আর তাই ফুটবলকে বাঁচিয়ে রাখতে, জনপ্রিয়তা ধরে রাখতে ইএসএল এর মত টুর্নামেন্ট দরকার ।
`নিম্ন মানের ফুটবল ম্যাচ তরুণদের এই খেলা থেকে বিমুখ করে তুলছে। আর তাই ইউরোপিয়ান সুপার লিগের আগমন। যখন নতুন কিছুর সূচনা হয়, কিছু লোক থাকেই বিরোধীতা করার` বলেন ক্লাব প্রেসিডেন্ট।
বর্তমান এই করোনাকালীন সময়ে বড় ক্লাবগুলো ব্যাপক অর্থের ক্ষতিতে আছে বলে মনে করেন পেরেজ। তার বিশ্বাস ইএসএল আয়োজন হলে মানুষের আগ্রহ বাড়বে, ক্লাবগুলোও আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে উঠতে পারবে। তিনি বলেন, `ফুটবলের ভালোর জন্যই আমরা ইএসএলের পক্ষে। চ্যাম্পিয়ন্স নিয়ে এক সময় ব্যাপক আগ্রহ ছিল, তবে ধীরে ধীরে এর জনপ্রিয় কমছেই`
ইউরোপিয়ান সুপার লিগে যে সকল দল অংশ নিতে সম্মতি দিয়েছে তাদের মধ্যে রিয়াল মাদ্রিদও অন্যতম। সকল বাধা পেরিয়ে শেষ পর্যন্ত ইউরোপিয়ান সুপার লিগ মাঠে গড়ায় কিনা তা`ই এখন দেখার বিষয়।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]