আবারও পরিবর্তন হলো সাফ চ্যাম্পিয়নশীপের সময়সূচি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৭ এএম, ২১ এপ্রিল ২০২১
আবারও পরিবর্তন হলো সাফ চ্যাম্পিয়নশীপের সময়সূচি

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশীপ গত বছরই ঢাকা হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা আর সম্ভব হয়ে উঠেনি। নতুন করে এই বছরের সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা ছিল সাফের, তবে সেই সূচিতেও এসেছে পরিবর্তন । 

এই বছরের ১৪-২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল সাফ ফুটবল। একই সাথে ১৩-২২ জুলাই হওয়ার কথা অনূর্ধ্ব-১৯ মহিলা সাফ। তবে পরিবর্তন এসেছে দুইটি টুর্নামেন্টের সময়েই।  সেপ্টেম্বরের সাফ চ্যাম্পিয়নশীপ এক মাস এগিয়ে অনুষ্ঠিত হবে আগস্টে। 

সাফের সাধারণ সম্পাদক ব্যাপারটি নিশ্চিত করে বলেন, `'ঈদ-উল-ফিতরের কারণে অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ চার পাঁচদিন এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে। পুরুষদের সাফ চ্যাম্পিয়নশিপও এগিয়ে আসবে। ভারতের অংশগ্রহণ নিশ্চিতের জন্য টুর্নামেন্টটি আগষ্টের শেষ সপ্তাহে ফিফা উইন্ডোতে শুরু করার পরিকল্পনা রয়েছে আমাদের।` 

সাফ চ্যাম্পিয়নশীপ ঢাকার মাঠে হলেও নারী সাফ চ্যাম্পিয়নশীপ কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মধ্যবর্তী দলবদলে চমক দেখালো ব্রাদার্স ও আরামবাগ

মধ্যবর্তী দলবদলে চমক দেখালো ব্রাদার্স ও আরামবাগ

অফিশিয়াল ওয়েবসাইট চালু করলো এফসি ব্রাহ্মণবাড়িয়া

অফিশিয়াল ওয়েবসাইট চালু করলো এফসি ব্রাহ্মণবাড়িয়া

স্বপ্নটা আরও বড় এফসি ব্রাহ্মণবাড়িয়ার

স্বপ্নটা আরও বড় এফসি ব্রাহ্মণবাড়িয়ার

ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন মাগুরা 

ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন মাগুরা