বর্তমান সময়ে আলোচিত এক নাম ইএসএল, যার পূর্ণ রূপ হচ্ছে ইউরোপিয়ান সুপার লিগ। ইংল্যান্ডের বিগ সিক্স সহ ইউরোপের ১২টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে আয়োজকরা। তবে এতে পুরো বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
কারা অংশ নিচ্ছেঃ ইএসএলে আপাতত অংশ নেয়ার ব্যাপারে রাজি হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার। এছাড়া আরো যে সকল ক্লাব এতে সম্মতি জানিয়েছে সেগুলো হলঃ ইন্টার মিলান, জুভেন্টাস, এসি মিলান, আতলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ।
সারা বিশ্ব জুড়ে অনেকে সমালোচনা করলেও সুপার লিগে অংশ নেয়া ক্লাব গুলো এই টুর্নামেন্ট এর পক্ষেই। তাদের দাবি, এই টুর্নামেন্ট এর মধ্য দিয়ে করোনাকালীন আর্থিক ক্ষতি পুষিয়ে উঠা যাবে। রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, `ইউএসএল সকল ফুটবলের জন্যই ভালো। ফুটবল ভক্তদের মনের আশা পূরণের জন্য এর বিকল্প নেই।`
ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের কো-চেয়ারম্যান জোয়েল গ্ল্যজার বলেন,`বিশ্বের সকল বড় ক্লাব ও নামিদামি খেলোয়াড়েরা এক হয়ে খেলবে, ইউরোপের ফুটবলের জন্য এটি দারুণ ব্যাপার। বিশ্বমানের খেলা, সুযোগ সুবিধা ও অর্থনৈতিক সুবিধাও লাভ করা যাবে এই টুর্নামেন্ট এর মধ্য দিয়ে।`
এমন আয়োজনের বিপক্ষে কঠোর অবস্থানে ফিফা ও উয়েফা। যে সকল ক্লাব ইউএসএলে অংশ নিবে তাদের নিষিদ্ধ করার হুমকিও প্রদান করে তারা। এক বিবৃতিতে তারা লিখেন, `'ইউরোপিয়ান সুপার লিগ আয়োজনের ব্যাপারে ফিফা এবং ছয়টি মহাদেশের কনফেডারেশন জোর দিয়ে জানাচ্ছে যে, এই ধরনের টুর্নামেন্ট ফিফা কিংবা অন্য কনফেডারেশনগুলো স্বীকৃতি দেবে না। কোন ক্লাব কিংবা ফুটবলার এই টুর্নামেন্টে অংশ নিলে তাকে নিষিদ্ধ করা হতে পারে।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]