প্রতিপক্ষ হিসেবে বেশ বড় কোন দল নয় গেটাফে। তবে সেই গেটাফের বিপক্ষেই পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ। গেটাফের ঘরের মাঠে গোল শূন্য ড্র করে রিয়াল। ফলে পূর্ণ পয়েন্ট না পাওয়ায় শিরোপা দৌড়ে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ।
রোববার (১৮ এপ্রিল) দিনগত রাতে ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে গেটাফে। এমনকি পুরো ম্যাচ জুড়ে রিয়ালের চেয়েও দ্বিগুণ শট নিয়েছে তারা। তবে তাদের সেই আক্রমণ কাঙ্ক্ষিত গোলের দেখা এনে দিতে পারেনি।
বিরতির পর দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে গেটাফে। রিয়ালের ডিফেন্স ভেঙে ভিতরে ঢুকতে পারলেও থিবো কোর্তোয়াকে পরাস্ত করতে ব্যর্থ হন গেটাফের ফরোয়ার্ডরা।
ফলে নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোল শূন্য ড্র হয়। এ ড্রয়ে গেটাফের তেমন কোন সুবিধা না হলেও পূর্ণ পয়েন্ট থেকে বঞ্চিত হয়ে শিরোপা দৌড়ে খানিক পিছিয়েই গেল রিয়াল মাদ্রিদ।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]