এক মৌসুম শিরোপা বঞ্চিত থাকা বার্সেলোনা অবশেষে দেখা পেল শিরোপার। কোপা দেল রে`র ফাইনালে অ্যাথলেটিকো বিলবাওকে ৪-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা জয় লাভ করেছে বার্সেলোনা। মেসির জোড়া গোলে দ্বিতীয়ার্ধে মাত্র ১২ মিনিটের বিলবাওয়ে জালে চারবার বল পাঠায় বার্সেলোনা।
শনিবার (১৭ এপ্রিল) দিনগত রাতে লা কার্তুসা স্টেডিয়ামে প্রথমার্ধে সুবিধা করতে পারেনি বার্সেলোনা। দুই দলই প্রথমার্ধে কোন গোলের দেখা না পেলে গোলশূন্য ব্যবধানে বিরতিতে যায় উভয় দল।
বিরতিতে থেকে ফিরে ভিন্ন এক বার্সেলোনাকে মাঠে দেখা যায়।পুরোনো ছন্দে ফিরেন মেসি। দলের প্রাণভোমড় মেসির জোড়া গোল ছাড়াও মাত্র ১২ মিনিটে চারবার বিলবাওয়ে জালে বল পাঠায় বার্সেলোনা। দলের হয়ে বাকি গোল দুটি করেন আঁতোয়া গ্রিজমান ও ফ্রেঙ্কি ডি ইয়ং।
৬০তম মিনিটের প্রথম গোলের দেখা পায় বার্সেলোনা। ছয় গজ দূর থেকে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন গ্রিজমান। প্রথমে গোলের পর মাত্র তিন মিনিট পর আবারও গোল পায় তারা। ৬৩তম মিনিটে নীচু হেডে ব্যবধান দ্বিগুণ করেন ডি ইয়ং।
দুই গোলের এগিয়ে যাওয়ার পর বাকি দুটি গোল করেন মেসি। ৬৮তম মিনিটে ডি-বক্সে ডিফেন্ডারকে কাটিয়ে প্রথম গোল আদায় করেন আর্জেন্টাইন তারকা। মাত্র মাত্র চার মিনিট পর ৭২তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে নীচু শটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি।
ম্যাচ শেষের আগে আরও একবার বল জালে পাঠিয়েছিলেন বিশ্বকাপ জয়ী ফরাসি ফরোয়ার্ড গ্রিজমান। তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়।
ফলে নির্ধারিত ৯০ মিনিট শেষে ৪-০ গোলের বড় জয় দিয়েই কোপা দেল রে’র শিরোপা নিজেদের করে তুলে বার্সেলোনা।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]