ইনিয়েস্তার ভবিষ্যৎ জানা যাবে এপ্রিলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৬ পিএম, ১৫ মার্চ ২০১৮
ইনিয়েস্তার ভবিষ্যৎ জানা যাবে এপ্রিলে

বার্সেলোনায় নিজের ভবিষ্যত নিয়ে আগামী মাসের (এপ্রিল) শেষে সিদ্ধান্ত জানাবেন তারকা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা।

হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬’র ম্যাচে চেলসির বিপক্ষে খেলতে নেমেছিলেন ইনিয়েস্তা। ম্যাচে চেলসিকে ৩-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সা।

মৌসুমের শুরুতে ‘আজীবন’ চুক্তি নবায়নের কাগজে স্বাক্ষর করেছিলেন ৩৩ বছর বয়সী ইনিয়েস্তা। কিন্তু সাম্প্রতীক সময়ে ইনজুরির কারণে তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। চাইনিজ সুপার লিগের ক্লাব তিয়ানচিন কুয়ানজিয়ানে তার যাওয়া নিয়ে জোড় গুঞ্জন শুরু হয়েছে। যদিও চাইনিজ ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃবিতে বিষয়টিতে জোড়ালোভাবে অস্বীকৃতি জানানো হয়েছে।

চ্যাম্পিয়নস লিগের শেষ আটে বার্সেলোনা ছাড়াও আরও দুই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও সেভিয়াও নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। শুক্রবার কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে। এ সম্পর্কে ইনিয়েস্তা বলেছেন, আশা করব স্প্যানিশ কোন দলের বিপক্ষে যেন শেষ আটে দেখা না হয়, কারন আমরা একে অপরকে বেশ ভালো করে চিনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

রাশিয়া বিশ্বকাপে অফিসিয়াল জ্যোতিষি বিড়াল

রাশিয়া বিশ্বকাপে অফিসিয়াল জ্যোতিষি বিড়াল

চেলসিকে গুঁড়িয়ে শেষ আটে বার্সা

চেলসিকে গুঁড়িয়ে শেষ আটে বার্সা

বেঙ্গালুরুরের কাছে হেরে গেলো আবাহনী

বেঙ্গালুরুরের কাছে হেরে গেলো আবাহনী

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে বায়ার্ন

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে বায়ার্ন