পকেট খরচে প্রতিষ্ঠান চালাচ্ছেন নেইমার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৮ এএম, ১৮ এপ্রিল ২০২১
পকেট খরচে প্রতিষ্ঠান চালাচ্ছেন নেইমার

করোনা ভাইরাসের কারণে বর্তমানে বিশ্বের যে ক`টি দেশ বিপর্যস্ত তাদের মধ্যে অন্যতম ব্রাজিল। বিশ্বের বিভিন্ন দেশে করোনা হ্রাস পেলেও ব্রাজিলে প্রতিনিয়তই বাড়ছে করোনা রোগির সংখ্যা। 

নিজের দেশের বিপদে-ক্ষয়ক্ষতিতে প্রত্যেক দেশেরই তারকা খেলোয়াড়েরা এগিয়ে আসেন। ব্রাজিলে এমন ভাবনায় সর্বপ্রথম নাম আসে ফুটবলের তারকা খেলোয়াড় নেইমারের। নিজ দেশের এমন দুর্দিনে তিনিও কিন্ত বসে নেই। 

নিজের নামে প্রতিষ্ঠিত করা নেইমার জুনিয়র ইনস্টিটিউট একটি সেবামূলক প্রতিষ্ঠান যেখানে প্রায় ৩ হাজার বাচ্চার দেখাশোনা করা হয়। করোনার প্রকোপ বাড়ায় দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটি। করোনার কারণে অন্যরা যেখানে কর্মী ছাঁটাই, বেতন হ্রাস সহ নানা পদক্ষেপ নিচ্ছে  সেখানে ব্যতিক্রম নেইমারের এই প্রতিষ্ঠানটি। 

প্রায় ১৪২ জন লোক চাকরি করে নেইমার জুনিয়র ইনস্টিটিউটে। করোনার শুরু থেকেই কর্মীদের সম্পূর্ণ বেতন সহ সকল সুযোগ সুবিধা সম্পূর্ণভাবেই দিয়ে যাচ্ছে নেইমার। এমনকি যতদিন এই অবস্থা থাকবে ততদিনই কর্মীদের ফুল বেতন দেয়ার অঙ্গীকারও করেছেন নেইমার। 

নিজের ছেলের এমন মানবিক কাজের ব্যাপারে নেইমারের বাবা বলেন, `আমি ও আমার পরিবারের সবাই মিলে নেইমারের প্রতিষ্ঠানের সকলের দায়িত্ব নিয়েছি। তারা প্রতিনিয়ত সম্পূর্ণ বেতন পাচ্ছে। যতদিন এই মহামারী চলবে ততদিন আমরা তাদের পাশে দাঁড়াব।` 

একই সাথে নেইমারের বাবা জানান যে, নেইমার নিজের পকেট খরচ থেকে এই প্রতিষ্ঠানের সকল খরচ বহন করছে।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]

  


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

শিরোপার সামনে দাঁড়িয়ে বার্সেলোনা

শিরোপার সামনে দাঁড়িয়ে বার্সেলোনা

অফিশিয়াল ওয়েবসাইট চালু করলো এফসি ব্রাহ্মণবাড়িয়া

অফিশিয়াল ওয়েবসাইট চালু করলো এফসি ব্রাহ্মণবাড়িয়া

যদিও হেরেছি, তবুও খুশি : নেইমার

যদিও হেরেছি, তবুও খুশি : নেইমার

তর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

তর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার