ঘরের মাঠ, তবুও পারলো না লিভারপুল। অন্যদিকে, প্রতিপক্ষের মাঠে লিভারপুলকে আটকে রেখে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে জায়গা করে নিল রিয়াল মাদ্রিদ। প্রায় সামানে সমানের লড়াইয়ে লিভারপুলের একের পর এক আক্রমণ দারুণভাবে সামাল দিয়েছে রিয়াল।
বুধবার (১৪ এপ্রিল) দিনগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। প্রথম লেগে ঘরের মাঠে ৩-১ ব্যবধানে জিতেছিল রিয়াল।
প্রথম লেগে পিছিয়ে থাকায় দ্বিতীয় লেগের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মকভাবে খেলে লিভারপুল। তার ফলে তাদের সামনে বেশ কয়েকটি সুযোগও আসে গোলে করার। তবে বরাবরই ব্যর্থ হয়েছে।
ঘরের মাঠের এ ম্যাচে দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল লিভারপুল। সাদিও মানের কাছ থেকে বল পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি মোহামেদ সালাহ। শট ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া।
ম্যাচের ১১তম মিনিটে আবারও সুযোগ পায় লিভারপুল। জেমস মিলনারের ক্রসবার ঘেঁষা শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক। এরপর নিজেদেরকে গুছিয়ে নেয় রিয়াল।
২০তম মিনিটে গোলের সুযোগ পেয়েছিল সফরকারীরা। করিম বেনজেমার শট ওজান কাবাকের পায়ে লেগে দিক পাল্টে পোস্টে লেগে ফেরে আসে।
সুযোগ নষ্টের প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও গোলের সুযোগ পায় লিভারপুল। ৪০তম মিনিটে খুব ভালো জায়গা বল পেয়েও গোল করতে পারেননি সালাহ। তার পরের মিনিটে আবারও সুযোগ হাতছাড়া করেন জর্জিনিয়ো ভেইনালডাম। শেষ পর্যন্ত গোল শূন্য ব্যবধানে শেষ হয় কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগের ম্যাচটি।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]