উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে দারুণ খুশি পিএসজির তারকা খেলোয়াড় নেইমার। যদিও কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে গেছে তারা। তবে দুই লেগ মিলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে নেইমার-এমবাপেরা।
দল হারলেও দারুণ খুশি নেইমার। প্রশংসায় ভাসিয়েছেন দলের বাকি খেলোয়াড়দের। পিএসজির এই ব্রাজিলিয়ান তারকা বলেছেন, `আমরা একটি শক্তিশালী দলের বিপক্ষে খেলেছি, যদিও হেরেছি তবুও আমি খুশি।’
তিনি বলেন, ‘আমরাই সেরা সেটা আমাদের পারফরম্যান্স দিয়ে আবারও প্রমাণ দিলাম। ইউরোপের চ্যাম্পিয়নদের বিদায় করে এখন আমরা সেমিফাইনালে। লক্ষ্য পূরণের জন্য দলগতভাবে আমাদের আরও কাজ করতে হবে।`
দলের এমন দারুণ ফলাফলের পেছনে খেলোয়াড়দের মধ্যে ভালো বোঝাপড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন নেইমার। বলেন, `দল হিসেবে আমরা অনেক সংগঠিত, আর এ ক্ষেত্রে মারকুনহোইস আমাদের অনেক সাহায্য করেছে। দি মারিয়াসহ দলের সকলকে এমন ফলাফলের জন্য অভিনন্দন।`
দ্বিতীয় লেগের ম্যাচে নেইমার গোল কিংবা অ্যাসিস্ট কোনটাই করতে না পারলেও প্রথম লেগে তার দুই অ্যাসিস্টে ৩-২ গোলে বায়ার্নকে হারিয়েছিল পিএসজি।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]