হেরেও সেমিফাইনালে পিএসজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১৪ এপ্রিল ২০২১
হেরেও সেমিফাইনালে পিএসজি

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে ০-১ গোলে বায়ার্ন মিউনিখের কাছে পরাজিত হয়েও দুই লেগ মিলিয়ে সেমি ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করলো পিএসজি। 

বুধবার (১৪ এপ্রিল) এরিক ম্যাক্সিম মটিং এর করা একমাত্র গোলে এ্যাওয়ে ম্যাচে পিএসজিকে পরাজিত করে বায়ার্ন। ম্যাচের ৪০ মিনিটে ম্যাচের এবং নিজের একমাত্র গোলটি করেন তিনি। 

দ্বিতীয়ার্ধেও দারুণ কিছু সুযোগ এসেছিল দুই দলের সামনেই। তবে কোন দলই সেই সুযোগের সৎ ব্যবহার করতে না পারায় শেষ পর্যন্ত দ্বিতীয় লেগের ম্যাচে জয় পায় বায়ার্ন। 

এর আগে এ্যাওয়ে ম্যাচে পিএসজি বায়ার্নকে ৩-২ গোলে পরাজিত করে। এমবাপ্পের জোড়া গোল এবং নেইমারের দুই এ্যাসিস্টে সেদিন বায়ার্ন এর মাঠে তাদেরকে পরাজিত করেছিল পিএসজি। 

দ্বিতীয় লেগে পিএসজি পরাজিত হলেও এ্যাওয়ে গোলে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়ালকে টপকে ধনী ক্লাবের শীর্ষে বার্সেলোনা

রিয়ালকে টপকে ধনী ক্লাবের শীর্ষে বার্সেলোনা

দ্বিতীয় লেগে মাঠে ফিরছেন এমিলি

দ্বিতীয় লেগে মাঠে ফিরছেন এমিলি

ষষ্ঠবারের মতো রিয়ালের সভাপতি হলেন পেরেজ

ষষ্ঠবারের মতো রিয়ালের সভাপতি হলেন পেরেজ

করোনাভাইরাসে আক্রান্ত রামোস

করোনাভাইরাসে আক্রান্ত রামোস