এক সময় জাতীয় দলের তারকা খেলোয়াড় ছিলেন, তবে সময়ের সাথে সেই তকমা হারিয়ে বর্তমানে রয়েছে জাতীয় দলের বাইরে। ইঞ্জুরি আর ফর্মহীনতায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম লেগে কোন দল পাননি ৩৩ বছর বয়সী জাহিদ হাসান এমেলি।
অবশেষে, লিগের দ্বিতীয় লেগে এমেলি চুক্তিবদ্ধ হয়েছেন রেলিগেশন জোনে থাকা ব্রাদার্স ইউনিয়নের সাথে। ক্যারিয়ারের শুরুটাও হয়েছিল তার এই ব্রাদার্স দিয়েই।
২০০২-২০০৬ মৌসুম পর্যন্ত ব্রাদার্সের হয়ে খেলেন এই ফরোয়ার্ড। এরপর থেকে লিগের প্রায় সবগুলো বড় দলের হয়েই খেলার অভিজ্ঞতা রয়েছে এমিলির। তবে ক্যারিয়ারের অনেকটা সময়ই তিনি কাটিয়েছেন মোহামেডানে।
জাতীয় দলের হয়ে এক যুগেরও বেশী সময় খেলা এমিলির দখলে রয়েছে জাতীয় দলের হয়ে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডটি, তাছাড়া জাতীয় দলের হয়ে অসংখ্য গোলও রয়েছে পিরোজপুরের এই ফুটবলারের।
ব্রাদার্সের হয়ে দারুণ পারফর্ম করে আগামী মৌসুমে আবারও বড় কোন দলে দেখা যাবে এমিলিকে এমনটাই প্রত্যাশা ফুটবল ভক্তদের।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]