ইংলিশ প্রিমিয়ার লিগে খুব একটা ভালো সময় যাচ্ছে না আর্সেনালের। মৌসুমে এখন পর্যন্ত খেলা ম্যাচে অর্ধেকটিতেও পায়নি জয়ের দেখা। তবে সর্বশেষ দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর এবার পূর্ণ পয়েন্ট অর্জন করলো দলটি। দাপুটে খেলে টেবিলের তলানিতে থাকা শেফিল্ড ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে তারা।
রোববার (১১ এপ্রিল) রাতে প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলে ব্যবধানে জয় তুলে নিয়েছে আর্সেনাল। দলের পক্ষে আলেকজান্দ্রে লাকাজেতের জোড়া ছাড়া বাকি গোলটি করেন গাব্রিয়েল মার্তিনেলি।
ম্যাচে শুরু থেকে বল দখলে নিয়ে খেললেও গোলের দেখা পাচ্ছিল না আর্সেনাল। প্রথমার্ধের ৩৩তম মিনিটে এগিয়ে যায় তারা।গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি ফরোয়ার্ড লাকাজেত।
বিরতি থেকে ফিরেও ৭১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। ডি-বক্স থেকে পেপের নেওয়া শট গোলরক্ষক ফিরিয়ে দিলে ফাঁকা জালে বল পাঠান মার্তিনেলি। এর আগে চেলসির বিপক্ষে সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে গোলের দেখা পেয়েছিলেন তিনি।
শেষ দিকে ৮৫তম মিনিটে গোলের স্কোরলাইন ৩-০ করেন লাকাজেত। এ ম্যাচে নিজের জোড়া গোলে মৌসুমে তার গোলের সংখ্যা দাঁড়ালো ১৩টি, আর সব মিলিয়ে ৫০টি।
এ জয়ে সব মিলিয়ে চার ম্যাচ পর জয়ের দেখা পাওয়া আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগে নবম স্থানে উঠে এসেছে। ৩১ ম্যাচে ১৩ জয় ও ছয় ড্রয়ে তাদের পয়েন্ট ৪৫। অন্যদিকে তলারিতে থাকা শেফিল্ড ইউনাইটেডের পয়েন্ট ১৪।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]