বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ, বর্তমান সময়ের দুই প্রতিদ্বন্দ্বির লড়াইটা বেশ জমেছে। লা লিগায় শনিবার রাতে মুখোমুখি হয়েছিল তারা। ম্যাচে দল দখল এবং শটে এগিয়ে থাকলেও হারের স্বাদ নিয়েছে বার্সেলোনা। মৌসুমের দ্বিতীয় ক্লাসিকোয় ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।
আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১৩মত মিনিটে করিম বেনজেমার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথম গোলের ১৫ মিনিট পর দ্বিতীয় গোলের দেখা পায় রিযাল।
ম্যাচের ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টনি ক্রুস। আর বার্সেলোনা গোলের দেখা পায় দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬০তম মিনিটে। দলের পক্ষে একমাত্র গোলটি করেন অস্কার মিনগেসা। এছাড়া ম্যাচের শেষ দিকে ৯০তম রিয়ালের কেসিমিরো লাল কার্ড দেখে বাইরে চলে যায়।
পুরো ম্যাচে ৬৯ শতাংশ সময় বল দখলে রাখলেও প্রতিপক্ষের শিবিরে তেমন চাপ তৈরি পারেনি বার্সেলোনা। রিয়ালের চেয়ে গোল মুখে শটও বেশি নিয়েছে তারা। যেখানে ১৮টি শটের মাঝে ৪টি টার্গেট শট ছিল। তবে গোল পেয়েছে মাত্র একটি।
অন্যদিকে, ৩১ শতাংশ সময় বল দখলে রাখা রিয়ালের ১৪টি শটের মাঝে ৩টি টার্গেটের ছিল। যেখানে দুটিতেই তারা সাফল্যের দেখা পেয়েছে।
এ জয়ে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, হারের কারণে ৬৫ পয়েন্টে থাকা বার্সা নেমে গেছে তিনে। তবে দু’দলই সমান ৩০টি করে ম্যাচে খেলেছে। তাদের মাঝে দুই নম্বরে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ২৯ ম্যাচে ৬৫।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]