রাশিয়া বিশ্বকাপে অফিসিয়াল জ্যোতিষি বিড়াল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৯ এএম, ১৫ মার্চ ২০১৮
রাশিয়া বিশ্বকাপে অফিসিয়াল জ্যোতিষি বিড়াল

ফুটবল প্রেমীদের কাছে অপরিচিত নন একিলিস। গত বছর অনুষ্ঠিত ফিফা কনফেডারেশনস কাপে জোত্যিষগিরি করেছিল এই বিড়াল। সেই ধারাবাহিকতায় এবার আসন্ন বিশ্বকাপে 'অফিসিয়াল জ্যোতিষি'র দায়িত্ব দেওয়া হয়েছে একিলিসকেই।

তবে এর বাইরেও একিলিসের কিন্তু অন্য একটা চাকরি আছে। সেন্ট পিটার্সবার্গের ঐতিহাসিক শীত প্রাসাদে অবস্থিত হেরমিতেজ জাদুঘরে চাকরি করে সে। একিলিসের জন্ম শীত প্রাসাদেরই হেরমিতেজ জাদুঘরেই। জাদুঘরের ইঁদুর ধরাই তার চাকরির মূল দায়িত্ব।

এ ব্যাপারে হেরমিতেজ জাদুঘরের প্রেস সচিব মারিয়া হালতুনেন বলেছেন, '৪.৭ কেজি ওজনের শক্তিশালী এবং কর্মতৎপর একিলিসকে বেছে নেওয়ার কারণ তার পছন্দ এবং বিশ্লেষণের অসাধারণ ক্ষমতা। এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং কাগজপত্রও সই করা শেষ।'

জানা গেছে, দ্রুতই একিলিসকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিচয় করিয়ে দেয়া হবে। সেই অনুষ্ঠানে তার গলায় পরিয়ে দেওয়া হবে আইডি কার্ড। এই আইডি কার্ড নিয়ে আর দশজন ভক্তের মতোই স্টেডিয়ামে ঢুকতে পারবে একিলিস।

এর আগে ফিফা কনফেডারেশনস কাপে ফুটবলবিশ্বের নজর কেড়েছিল একিলিসের পারফরম্যান্স। অবিশ্বাস্যভাবে চার ম্যাচের তিনটিতেই আগেভাগে ঠিক ঠিক ফল বলে দিয়েছিল সে!



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির সামনে লড়াকু চেলসি

মেসির সামনে লড়াকু চেলসি

স্বপ্নভঙ্গ ম্যানইউ, কোয়ার্টার ফাইনালে সেভিল্লা

স্বপ্নভঙ্গ ম্যানইউ, কোয়ার্টার ফাইনালে সেভিল্লা

২ কোটি টাকা আয়ের লক্ষ্য বাফুফের

২ কোটি টাকা আয়ের লক্ষ্য বাফুফের

নেইমারকে ছাড়া প্রীতি ম্যাচে ব্রাজিল দল

নেইমারকে ছাড়া প্রীতি ম্যাচে ব্রাজিল দল