অবশেষে ফুটবল মাঠে দর্শক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৮ এএম, ১১ এপ্রিল ২০২১
অবশেষে ফুটবল মাঠে দর্শক

করোনার কারণে স্থবির পুরো বিশ্ব। গত ১ বছর অসংখ্য খেলা বাতিল করা হয়েছে এই করোনার জন্য। করোনার কারণে গত বছর আয়োজন সম্ভব হয়নি ইউরো ২০২০। এ বছর অবশেষে মাঠে গড়াচ্ছে ইউরোপীয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের এই আসরটি। 

শুধু এ বছর মাঠে গড়ানোই নয়, আরো একটি সু-খবরও দিয়েছে উয়েফা।   শুক্রবার (৯ এপ্রিল) সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় যে, ইউরো ২০২০ এর ১২ টি ভেন্যুর মধ্যে ৮টিতেই দর্শক প্রবেশের অনুমতি দিবেন তারা। ধারণা করা হচ্ছে ধারণ ক্ষমতার ৫০% দর্শক মাঠে প্রবেশ করার অনুমতি পাবেন, তবে এ পরিমাণ বাড়তেও পারে যদি করোনা পরিস্থিত আরো উন্নতির দিকে ধাবিত হয়। 

দর্শক প্রবেশের অনুমতি পাওয়া মাঠগুলো হলোঃ আমস্টারডাম, বাকু, গ্লাসগো, লন্ডন, বুচারেস্ট, বুদাপেস্ট, কোপেনহেগেন, ও সেইন্ট পিটার্সবার্গ। আগামী ১১ই জুন থেকে মাঠে গড়াবে ইউরো ২০২০, যার পর্দা নামবে ১১ জুলাই।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ   

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়াল মাদ্রিদের বিপক্ষে কেমন হতে পারে বার্সেলোনার একাদশ?

রিয়াল মাদ্রিদের বিপক্ষে কেমন হতে পারে বার্সেলোনার একাদশ?

বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশ

বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশ

একই তারিখে তৃতীয় সন্তানের বাবা হলেন গ্রিজম্যান

একই তারিখে তৃতীয় সন্তানের বাবা হলেন গ্রিজম্যান

তর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

তর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার