চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে বার্সেলোনা। কাম্প নউয়ে জয়ের নায়ক আবারও সেই মেসি। বুধবার নিজেদের মাঠে শেষ ষোলোর ফিরতি লেগে ৩-০ গোলে জিতেছে এরনেস্তো ভালভেরদের দল। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে শেষ আটে উঠেছে বার্সেলোনা।
এদিন ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে টিম বার্সেলোনা। তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে নেন মেসি। উরুগুয়ে স্ট্রাইকার সুয়ারেসের পাস পেয়ে বাইলাইনের কাছ থেকে ডান পায়ে শট নেন মেসি। বল গোলরক্ষকের দু'পায়ের মধ্যে দিয়ে জড়ায় জালে। এরপর মাঝমাঠে সেস ফাব্রেগাসের ভুলে বল পেয়ে যান মেসি। একজনকে কাটিয়ে, আরেক জনকে দারুণ ক্ষিপ্রতায় এড়িয়ে ডি-বক্সে ঢুকে ডান দিকে দেম্বেলেকে পাস দেন। জোরালো শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ফরাসি এই ফরোয়ার্ড। বার্সেলোনার হয়ে এটাই তার প্রথম গোল।
এরপর বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৩ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে দেয় মেসি। সুয়ারেসের ছোট পাস পেয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে আবার থিবো কর্তোয়ার দু'পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। আর তাতেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল নিশ্তি করে বার্সেলোনা।
এর আগে, স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম পর্বে পিছিয়ে পড়ার পর শেষ দিকে মেসির গোলেই ১-১ সমতায় ফিরেছিল বার্সেলোনা।