দেশে চলমান লকডাউন বাড়বে কিনা-এখনও জানানো হয়নি। তবে, করোনার এই ঊর্ধ্বগামী সময়েই এএফসি কাপের খেলা রয়েছে ঢাকা আবাহনীর। করোনার এই সময়ে ম্যাচ আয়োজনের বিপক্ষে মত জানিয়ে এএফসিকে চিঠি দিয়েছিলো ঢাকা আবাহনী। তবে তা প্রত্যাখান করে দিয়েছে এএফসি।
আগামী ১৪ই এপ্রিল এএফসি কাপের প্লে-অফের ম্যাচটি নির্ধারিত সময়েই হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন দলটির ম্যানেজার সত্যজিৎ দাস রূপু। এএফসি কাপের প্লে-অফের ম্যাচটিতে আবাহনীর প্রতিপক্ষ হিসেবে থাকছে মালদ্বীপের ক্লাব ঈগলস। করোনার এই পর্যায়ে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন মেনে সঠিক সময়ে ম্যাচটি কিভাবে মাঠে গড়াবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা ।
ঢাকা আবাহনীর ম্যানেজার যদিও বলছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেই সবকিছু চূড়ান্ত করবে তারা। এদিকে, মধ্যবর্তী দলবদলে আবাহনী দলে ভিড়িয়েছে দলটিরই সাবেক তারকা সানডে চিজোবাকে। ব্রাজিলের ফ্রান্সিসকো তোরেসের পরিবর্তে তাকে দল্ভুক্ত করা হয়েছে।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]