উয়েফা চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পিএসজি প্রতিশোধ নেওয়ার ম্যাচ দারুণ পারফর্ম করেছেন ব্রাজিল তারকা নেইমার। নিজে গোল না পেলেও দলের গোলে দারুণ অবদান ছিল তার। তবে নিজের এমন পারফর্মেন্সের একদিন পরেই শুনতে হলো নিষেধাজ্ঞার খরব। পিএসজি গত ম্যাচে লাল কার্ড দেখায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন নেইমার।
শনিবার (৩ এপ্রিল) লিগ ম্যাচে লিলের বিপক্ষে ০-১ গোলে হেরে গিয়েছে পিএসজি। ওই ম্যাচে শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল নেইমারকে। প্রতিপক্ষের খেলোয়াড় তিয়াগো দিয়ালোর সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন নেইমার।
ওই ম্যাচে লাল কার্ড দেখার শাস্তি হিসেবে আগামী দুই ম্যাচে নেইমাররকে নিষিদ্ধ করা হয়েছে। সাধারণত ম্যাচে দুই হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখার শাস্তি হিসেবে এক ম্যাচ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে লিগ ওয়ান কর্তৃপক্ষ নেইমারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।
লিগ ওয়ান কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে তারা জানায়, নেইমারকে মূলত তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে এক ম্যাচের শাস্তি স্থগিত রাখা হয়েছে। ফলে নেইমারকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হবে।
এছাড়া একই অপরাধে দিয়ালোকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে, নিষেধাজ্ঞার ফলে ১১ এপ্রিল (শনিবার) স্ট্রাসবার্গের বিপক্ষে অ্যাওয়ে এবং পরের সপ্তাহে ১৮ এপ্রিল (শনিবার) সেইন্ট এতিয়েনের বিপক্ষে হোম ম্যাচ খেলতে পারবেন না নেইমার।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]