উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে জয় পেয়েছে চেলসি। করোনার কারণে নিরপেক্ষ ভেন্যু সানচেজ পিজুয়ানে পোর্তোর বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে তারা।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা চেলসিকে তাদের প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৩২ মিনিট পর্যন্ত। ম্যাচের ৩২ মিনিটে ম্যাসন মন্টের করা গোলে এগিয়ে যায় চেলসি। এরপর বাকি সময়টুকু দুই দলই গোল করার চেষ্টা করলেও প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় চেলসি।
দ্বিতীয়ার্ধে ফিরে চেলসি ব্যবধান বাড়ানোর চেষ্টা করে, অন্যদিকে ম্যাচে ফিরতে মরিয়া ছিলো পোর্তো। কিন্তু শেষ হাসি হাসে ব্লুজরাই। ম্যাচের ৮৫ মিনিটে বেন চিলওয়লের করা গোলে ব্যবধান ২-০ করার পাশাপাশি জয়টাও নিশ্চিত করে তারা।
পুরো ম্যাচ জুড়ে চেলসির চেয়েও বেশী শট নিলেও সেগুলো থেকে গোল আদায় করতে পারেনি পোর্তো। বল পজিশনে ৬১% বলই চেলসির দখলে ছিল যা পুরো ম্যাচে চেলসির আধিপত্যেরই প্রমাণ । ফিরতি ম্যাচে আগামী বুধবার একই মাঠে মুখোমুখি হবে এই দুই দল।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]