উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে ভিনিসিয়াসের ম্যাজিকে সহজ জয় পেল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার দিবাগত রাত ১টায় আলফ্রেড ডি স্টেফানো স্টেডিয়ামে লিভারপুলকে ৩-১ গোলে পরাজিত করে রিয়াল মাদ্রিদ।
শুরু থেকেই লিভারপুলকে চাপে রাখে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ২৭ মিনিটেই গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। টনি ক্রুসের লং পাস থেকে লিভারপুল গোলকিপার অ্যালিসনকে পরাস্ত করে ম্যাচের এবং নিজের প্রথম গোল করেন ব্রাজিলিয়ান ভিনিসিয়াস।
এর ৪ মিনিট পরে আবারও ক্রুসের ক্রস থেকেই গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াসকে উদ্দেশ্ করে দেয়া সেই ক্রস আলেক্সান্ডার আরনল্ড ক্লিয়ার করতে গিয়ে দিয়ে দেন অ্যাসেনসিওর পায়ে। আর সেখান থেকেই নিখুঁত ফিনিশিং করে দলকে ২-০ তে এগিয়ে নেন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লিভারপুল। ম্যাচের ৫১ মিনিটে লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ একটি গোল পরিশোধ করলেও তা যথেষ্ট ছিল না ম্যাচের পরাজয় এড়ানোর জন্য। উল্টো ৬৫ মিনিটে মদ্রিচের পাস থেকে পাওয়া বলে নিজের দ্বিতীয় এবং দলের ৩য় গোলটি করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ভিনিসিয়াস।
রিয়াল মাদ্রিদের হয়ে জোড়া গোল করে আনন্দিত ভিনিসিয়াস বলেন, `রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে কখনো জোড়া গোল করা হয়নি। আজকের দিনটা আমার জন্য অন্যরকম। আমি শিরোপা জয়ের জন্যই পরিশ্রম করছি। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা আমার স্বপ্ন ছিল এবং সেটা পূরণ হয়েছে। আমি সকলের নিকট কৃতজ্ঞ।`
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]