করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের ২৭ বছর বয়সী খেলোয়াড় রাফায়েল ভারান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আইসোলেশনে চলে গেছেন তিনি।
মঙ্গলবার (৬ এপ্রিল) করোনা টেস্টে রাফায়েল ভারানের পজিটিভ আসে। স্প্যানিশ লা লিগার শিরোপাধারীরা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
করোনা পিজিটিভ হওয়ায় রাতে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামতে পারবেন না রাফায়েল ভারান। সোমবার রিয়ালের দলীয় অনুশীলনেও উপস্থিত ছিলেন না তিনি।
ভরানের করোনায় পজিটিভ আসায় চিন্তিত রয়েছেন দলের কোচ। এর আগে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন রিয়াল অধিনায়ক রামোস।
ইতিমধ্যে ভারানসহ লিভারপুলের বিপক্ষে প্রথম লেগের ম্যাচ থেকে ৪ জন ছিটকে গেলেন। ভারানের আগে ইনজুরির কারণে খেলতে পারবেন না ইডেন হ্যাজার্ড, দানি কারভাহাল এবং রামোস।
দলের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে করোনায় সংক্রমণ হয়েছে ভারান। এর আগে করোনায় সংক্রমণ হয়েছিলেন মিলিতাও, হ্যাজার্ড, কাসেমিরো, নাচো ও লুকা ইয়োভিচ। তবে পরবর্তীতে সবার নেগেটিভ ফল আসে।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]