নেপালে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ ফুটবল দল। স্বাগতিক নেপালের কাছে ২-১ গোল পরাজিত হয়ে রানাসআপ হয়েছে জামাল ভূঁইয়ারা। তবে বাংলাদেশের কোচ বলছেন ভিন্ন কথা। তার ভাষায়, নেপালে শুধুমাত্র ট্রফি জয় করাই বাংলাদেশ ফুটবল দলের উদ্দেশ ছিল না।
মঙ্গলবার (৩০ মার্চ) টিম হোটেলে সংবাদ সম্মেলন কথা বলেছেন কোচ জেমি ডে। সেখানে তিনি বলেন, ‘আমাদের ট্রফি জয় করা আসল উদ্দেশ ছিল না। তরুণ খেলোয়াড়দের জন্য এটা একটা অভিজ্ঞতা হলো।’
সোমবার (২৯ মার্চ) নেপালের দশরথ স্টেডিয়ামে ফাইনালে নেপালের কাছে হেরে গেলেও দু’দলের প্রথম দেখায় গোলশূন্য ড্র হয়েছিল। এছাড়া নিজেদের দুটি ম্যাচেই ড্র করে নেপাল ফাইনালে উঠলেও কিরগিজস্তান অলিম্পিক দলকে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ফলে ফাইনালে স্বাগতিকদের চেয়ে এগিয়ে ছিল লাল সবুজের জার্সি ধারীরা।
জেমি ডে আরও বলেন, ‘দেশের বাইরে তাদের (ফুটবলার) প্রথমবারের মতো এ খেলায় যে শিক্ষা পেল, তা ভবিষ্যতে কাজে লাগিয়ে আমরা আমাদের সেরাটা দিতে পারবো বলে আশা করি। আসন্ন জুনে যে ম্যাচগুলো আছে, সেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমার লক্ষ্য আসলে ওই ম্যাচগুলো। কারণ, আন্তর্জাতিক ক্ষেত্রে এবং ফুটবল দলের ঘুরে দাঁড়ানোর জন্য এটাই আমাদের সুযোগ।’
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]