আর্জেন্টিনার সার্জিও আগুয়েরোর সাথে ১০ বছরের সর্ম্পক শেষ করতে যাচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ম্যানসিটির পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২০১১ সালে ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি করেন আগুয়েরো। জুলাই মাসে শেষ হবে তার বর্তমান চুক্তির মেয়াদ। মেয়াদ শেষ হলেও তার সাথে আর চুক্তি বাড়াতে চাইছে না ম্যানসিটি।
দশ বছরে ম্যানসিটির হয়ে ৩৮৪টি ম্যাচে এখন পর্যন্ত সর্বোচ্চ ক্লাব ইতিহাসে ২৫৭টি গোল করেছেন তিনি। তবে বিদায় তাকে নিতেই হচ্ছে। বিদায় বেলায় আবেগঘন এক টুইটও করেছেন আগুয়েরো।
টুইটে তিনি লিখেন, ‘একটি চক্রের যখন শেষ হয়, আবেগ আসে। দশ মৌসুম ম্যানচেস্টার সিটির হয়ে খেলে আমি গর্বিত। এখনকার সময় একজন ফুটবলারের পক্ষে এতদিন ধরে খেলা বেশ অস্বাভাবিক। মৌসুমের বাকি ম্যাচেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আরও কিছু ট্রফি জয়ের মাধ্যমে সমর্থকদের আনন্দ দেওয়ার চেষ্টা করবো।’
আগুয়েরো যাওয়ার আগে কোনো বিদায়ী বক্তব্য রাখবেন না ম্যানচেস্টার সিটির সভাপতি খালদুন আল মুবারক। তবে আগুয়েরোর একটি মূর্তি তৈরি করতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মুবারক বলেন, ‘শেষ দশ বছরে আগুয়েরোর অবদান ভুলে যাওয়া সম্ভব নয়। এখনই বিদায়ী বক্তব্য রাখার সময় হয়নি। এখনও অনেক কিছু বাকি আছে।’
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]