ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ফাইনাল ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতেও ‘কঠোর নিরাপত্তা’ বেষ্টনী টপকে মাঠে ঢুকে পড়েছিলেন এক দর্শক! কঠোর নিরাপত্তার পরও মাঠে দর্শক প্রবেশে হতভম্ব হয়ে পড়েছিলেন নিরাপত্তা কর্মকতারা।
‘কঠোর নিরাপত্তা’ বেষ্টনী টপকে মাঠে ঢুকে পড়া ওই দর্শকের নাম রঞ্জন থাপা। সাধারণত বিভিন্ন ম্যাচে প্রচরাণা চালাতে বিভিন্ন সময় মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা ঘটলেও রঞ্জন থাপার উদ্দেশ্য অবশ্য সেটা ছিল না। নেপালি ফুটবলার রোহিত চাঁনকে ভালোবেসে ছুটে গিয়েছিলেন তিনি।
নেপালের স্থানীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে নিজের অনুভূতি প্রকাশ করেছেন রঞ্জন থাপা। একই সাথে ভবিষ্যতে কেউ যেন এমনটা না করে সে বিষয়েও আহ্বান জানিয়েছেন তিনি।
রঞ্জন থাপা বলেন, ‘আমি রোহিত চাঁনের বিরাট ভক্ত। তাকে দেখার জন্যই মূলত মাঠে প্রবেশ করেছিলান। মাঠে প্রবেশের পর কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম এবং রোহিতকে খুঁজছিলাম। দূর থেকে রোহিত আসে এবং আমাকে জড়িয়ে ধরে।’
রঞ্জন থাপার পরের সময়টা অবশ্য ভালো কাটেনি। প্রায় ২ ঘণ্টা তাকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। আন্তর্জাতিক ফুটবল ম্যাচে এভাবে মাঠে ঢুকে পড়া ভালো কিছু নয় -সেটিও বুঝতে পেরেছেন রঞ্জন থাপা। যার ফলে অন্যদেরও এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
রঞ্জন থাপা বলেন, ‘আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, কোনো খেলোয়াড়ের সাথে দেখা করতে চাইলে সঠিকভাবে দেখা করার চেষ্টা করুন, আমার মতো নয়। আমার মতো যদিও কেউ করতেও চান, তবে বলবো -এমনটা করার আগে দু’বার ভাবুন।’
রঞ্জনের মাঠে প্রবেশের ছবি ভাইরাল হওয়ার পর অনেকেই এটাকে ‘শো অফ’ হিসেবে আখ্যায়িত করছেন। যদিও এ ব্যাপারে তার মন্তব্য, ‘সত্যি বলতে এ রকম কিছু নয়, আমি নিজের প্রচার বা ভাইরাল হওয়ার জন্য এমনটা করিনি।’
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]