১৫ বছর পর দেশের বাইরে কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল বাংলাদেশ ফুটবল দল। তবে ট্রফি জয়ের স্বপ্ন পূর্ণ হলো না। জামাল ভূঁইয়াদের সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক নেপালের কাছে ২-১ গোলে হেরে গেছে বাংলাদেশ।
সোমবার (২৯ মার্চ) দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় নেপালের বিপক্ষে দ্বিতীয়ার্ধে ব্যবধান কমাতে পারলেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম দেখায় গোলশূন্য ড্র করেছিল দু’দেশ।
সুযোগ ছিল, সম্ভাবনাও ছিল দীর্ঘ সময়ের ট্রফির খড়া কাটানোর। তবে কোনোটাই হলো না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। নেপালে তিন জাতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকদের কাছে হেরে জামাল-জিকু-সুফিলদের সেই সেই স্বপ্ন ভঙ্গ হলো।
ঘরের মাঠ, নিজেদের দর্শকের পাশাপাশি স্বয়ং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নেপালি খেলোয়াড়দের যেন দ্বিগুণ উজ্জীবিত করে তুলেছিল। শুরু থেকেই চাপ তৈরি করা খেলা নেপাল ১২তম মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল। সে যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ।
নেপালের ত্রিদেভ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেও সেই আক্ষেপে বেশিক্ষণ থাকতে হয়নি নেপালিদের। ৬ মিনিট পরেই ম্যাচের ১৮তম মিনিটে অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে দেন সঞ্জক রায়। টুর্নামেন্টে নেপালের এটিই প্রথম গোল। কারণ, প্রথম দুই ম্যাচে তারা ড্র করে ফাইনাল নিশ্চিত করেছিল।
১-০ ব্যবধানে এগিয়ে গিয়েও আধিপত্য বিস্তার করে খেলে নেপালিরা। ২৯তম মিনিটে অঞ্জন বিস্তার বাড়ানো চিপ গোলপোস্টের উপর দিয়ে চলে গেলে আবারও রক্ষা পায় বাংলাদেশ। এরপর ম্যাচের ৩৩তম মিনিটে নিজেদের কিছুটা খুঁজে পায় বাংলাদেশ।
অধিনায়ক জামাল ভূঁইয়ার ফ্রি কিক থেকে মাথা ছোঁয়ালেও কাঙ্ক্ষিত গোলটা অধরাই রয়ে যায় বাংলাদেশের। উল্টো ৪২তম মিনিটে গোলকিপার জিকো কে একা পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে ২-০ গোলে দলকে এগিয়ে নেন বিশাল রয়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আহত হয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের ডিফেন্ডার রিমন। গোল শোধে মরিয়া বাংলাদেশ ৫৫তম মিনিটে মানিক মোল্লাহর দুর্বল শট নেপালি গোলকিপারকে কোনো পরীক্ষায় ফেলতে পারেনি। মাঝে বাংলাদেশ কিছু আক্রমণ করলেও সেগুলোও বেশ দুর্বল ছিল। এছাড়া নিজেদের মধ্যে বোঝাপড়ার বড্ড অভাব পরিলক্ষিত হচ্ছিলো।
ম্যাচের ৭০তম মিনিটে ব্যবধান ৩-০ করার দারুণ সুযোগ পেয়েছিল রাবি পাসওয়ান। তবে ঠিকভাবে পা ছোঁয়াতে না পারায় রক্ষা পায় বাংলাদেশ। পরাজয় তখন নিশ্চিত হয়ে আসে ঠিক তখনই গোল পেয়ে যায় বাংলাদেশ।
৮২তম মিনিটে সুফিলের হেডে বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি আসে। জামাল ভূঁইয়ার কর্নার থেকে হেড করে দারুণ এক গোল করে নিশ্চুপ করে দেন নেপালি দর্শকদের।
ম্যাচের বাকি সময়ে বাংলাদেশ আরও কিছু সুযোগ পেলেও যথার্থ ফিনিশিংয়ের অভাবে আর গোলের দেখা পায়নি। ফলে রেফারির শেষ বাঁশি বাজালে ২-১ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
ম্যান সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নেপালের সঞ্জক রায়।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]