কোচ-অধিনায়কের চোখে নতুন স্বপ্ন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৩ এএম, ২৯ মার্চ ২০২১
কোচ-অধিনায়কের চোখে নতুন স্বপ্ন

ছবি : বাফুফে

নেপালে ত্রিদেশীয় সিরিজে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ ফুটবল দল। সর্বশেষ ২০০৫ সাল, অর্থাৎ ১৫ বছর পর দেশের বাইরে কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলবে বাংলাদেশ। দীর্ঘদিন পর এমন একটি টুর্নামেন্টে স্বাগতিক নেপালের বিপক্ষে চ্যাম্পিয়নের হওয়ার স্বপ্ন দেখছেন কোচ জেমি ডে এবং অধিনায়ক জামাল ভূঁইয়া।

ত্রিদেশীয় টুর্নামেন্টে স্বাগতিক নেপাল ফাইনাল নিশ্চিত করলেও দুটি ম্যাচে কোনো গোল করতে পারেননি তারা। নিজেদের প্রথম ম্যাচে কিরগিজস্তান অলিম্পিক দলেে বিপক্ষে গোলশূন্য ড্রয়ের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের বিপক্ষেও গোলশূন্য ড্র করেছে নেপাল। তবে নিজেদের প্রথম ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে ১-০ গোল তুলে নিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছিল জামাল ভূইয়ারা।

সোমবার (২৯ মার্চ) টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। ম্যাচের ফলাফল বিবেচনায় ফাইনালে স্বাগতিক নেপালের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ।
sportsmail24
ফাইনালের আগে রোববার (২৮ মার্চ) অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশে কোচ জেমি ডে তেমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি আশা করছি আগামীকাল (সোমবার) আমরা কাপ জয় করতে পারবো। যদি নাও পারি, তবে দলে তরুণ যারা আছে তাদের যে অভিজ্ঞতা অর্জন হলো সেটাই আমার কাছে বিশাল ব্যাপার।’

একই সম্মেলনে ক্যাপ্টেন জামাল ভূঁইয়া বলেন, ‘ ফাইনালে ট্রফি জেতার জন্য আমাদের কাছে বড় একটি সুযোগ। আশা করছি, আমরা সেটা আমাদের ভালো পারফরমেন্স দিয়েই জয় করতে পারবো।’

দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উভয় দলের প্রধান কোচ এবং ক্যাপ্টেন উপস্থিত ছিলেন।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

ফাইনালে বাংলাদেশ ফুটবল দল, ভাঙলো ১৫ বছরের রেকর্ড

ফাইনালে বাংলাদেশ ফুটবল দল, ভাঙলো ১৫ বছরের রেকর্ড

২০২৮ সাল পর্যন্ত নিষিদ্ধ ব্লাটার

২০২৮ সাল পর্যন্ত নিষিদ্ধ ব্লাটার

আবারও দশক সেরা ক্লাব বার্সেলোনা

আবারও দশক সেরা ক্লাব বার্সেলোনা