২০২৮ সাল পর্যন্ত নিষিদ্ধ ব্লাটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৫ এএম, ২৬ মার্চ ২০২১
২০২৮ সাল পর্যন্ত নিষিদ্ধ ব্লাটার

সাবেক সভাপতি সেপ ব্লাটারের নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বাড়িয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা- ফিফা। ঘুষ নেওয়ার অভিযোগে নতুন করে এ শাস্তির মেয়াদ আরও ৬ বছর ৮ মাস বাড়ানো হলো। ফিফা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়া একই মেয়াদে শাস্তি বাড়ানো হয়েছে ফিফার সাবেক সেক্রেটারি জেনারেল জেরোম ভালকেরও। আগের শাস্তি অনুযায়ী ব্লাটার ও ভালকের নিষেধাজ্ঞার মেয়াদ যথাক্রমে চলতি বছরের অক্টোবর ও ২০২৫ সালের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল। ফিফার এথিক্স কমিটি এ নিষেধাজ্ঞার পাশাপাশি দু’জনকেই এক মিলিয়ন সুইস ফ্রাংক জরিমানাও করেছে।

৮৫ বছর বয়সী ব্লাটার ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ও ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের পাশাপাশি ব্রাজিল কনফেডারেশন কাপ টুর্নামেন্টে ২৩ মিলিয়ন সুইস ফ্রাংক ঘুষ হিসেবে গ্রহণ করেছিল বলে এথিক্স কমিটি অভিযোগ প্রমাণ করে। অন্যদিকে, ব্লাটারের অত্যন্ত ঘনিষ্ট হিসেবে পরিচিত ছিলেন ৬০ বছর বয়সী ভালকে। ব্লাটারের ১৭ বছরের সভাপতি মেয়াদে ভালকেও প্রায় ৩০ মিলিয়ন সুইস ফ্রাংক অবৈধ ভাবে আয় করেছেন বলে অভিযোগ উঠেছে।

ফিফা জানিয়েছে, ব্লাটার ও ভালকে কোড অব এথিক্স ভঙ্গের দায়ে শাস্তি ভোগ করছেন। নিজের অবস্থানের অবৈধ ফায়দা লুটে দুর্নীতির মাধ্যমে উপহার গ্রহণের অভিযোগে তাদের বিরুদ্ধে এ শাস্তি প্রদান করা হয়েছে।

২০১৫ সালে এ অভিযোগের ভিত্তিতে ব্লাটারকে ফিফার সভাপতির পদ থেকে অপসারণ করা হয। প্রথমদিকে ফিফা তাকে আট বছরের জন্য নিষিদ্ধ করলেও পরে তা কমিয়ে ছয় বছর করা হয়েছিল। আর ভালকেকে ১২ বছর নিষিদ্ধ করার পর আপিলের ভিত্তিতে তা কমিয়ে ১০ বছর করা হয়।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাজ্য-আয়ারল্যান্ড

২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাজ্য-আয়ারল্যান্ড

ফিফার মামলা থেকে বেঁচে গেলেন বেকেনবাওয়ার

ফিফার মামলা থেকে বেঁচে গেলেন বেকেনবাওয়ার

করোনায় বাতিল ফুটবলের দুই বিশ্বকাপ

করোনায় বাতিল ফুটবলের দুই বিশ্বকাপ

আবারও ফিফার বর্ষসেরা কোচ ক্লপ

আবারও ফিফার বর্ষসেরা কোচ ক্লপ