বিশ্বকাপ বাছাইয়ে শুরুতেই হোঁচট খেল ফ্রান্স। বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে ইউক্রেন। প্রথমে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে নিজেদের আত্মঘাতি গোলে পয়েন্ট হারাতে হয়েছে তাদের। বুধবার (২৪ মার্চ) দিনগত রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
গ্রিজমানের গোলে ম্যাচের ১৯তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ৫৭তম মিনিটে নিজেদের ভুলে আত্মঘাতী গোল খেয়ে বসে বিশ্ব চ্যাম্পিয়নরা। ফলে সমতায় পয়েন্ট ভাগ করে নিয়ে মাঠ ছাড়ে দু’দল।
ম্যাচের অধিকাংশ সময় বল দখলে খেলে ফ্রান্স। সুযোগও পায় তারা। ১৯তম মিনিটে গ্রিজমানের চমৎকার গোলে এগিয়ে যায় ফ্রান্স। বল পেয়ে জায়গা বানিয়ে ডি-বক্সের বাইরে থেকেই দূরের পোস্টে ঠিকানা খুঁজে নেন বার্সেলোনা ফরোয়ার্ড। ইউক্রেনের এক ডিফেন্ডার হেড করে বল ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় বল পেয়ে যান তিনি।
গোল করার ভালো সুযোগ পেয়েছিলে এমবাপে। তবে ডি-বক্সের ভেতর থেকে বল উড়িয়ে মারলে লক্ষ্যভ্রষ্ট হয় শট। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রান্স।
দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্রান্সের ওপর চাপ তৈরি করে ইউক্রেন। রক্ষণাত্মক খেলতে গিয়ে নিজেদের ভুলে উল্টো গোল খেয়ে বসে ফ্রান্স। সিদরচুকের শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েন গোলরক্ষক উগো লরিস। তবে বল প্রেসনেল কিম্পেম্বের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়িয়ে যায়।
আত্মঘাতি গোল থেকে ৫৭তম মিনিটে সমতায় ফেরে ইউক্রেন। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-১ ব্যবধানের সমতা নিয়ে মাঠ ছাড়া ফ্রান্স ও ইউক্রেন।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]