বিশ্বকাপ বাছাইয়ে পর্বে শুরুটা জয় দিয়ে হলেও মাঠে লড়াইয়ে মন ভেঙেছে ক্রিস্টিয়ানো রোনালদোরা। ফিফা র্যাংকিংয়ে ১০৮তম স্থানে থাকা প্রতিপক্ষ আজারবাইজানের বিপক্ষে জয় পেয়েছে মাত্র ১-০ ব্যবধানে। তাও আবার সেটি প্রতিপক্ষের আত্মঘাতি গোল।
বুধবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে প্রতিপক্ষের ওপর শুরু থেকেই চাপ তৈরি করে খেলে পর্তুগাল। তবে ম্যাচ জুড়ে ফিনিশিংয়ের সমস্যা ভুগতে হয়েছে তাদের। ম্যাচে গোলবারে ২৯টি শটের মধ্যে ১৪ রাবই গোলে লক্ষ্যে নেওয়া হয়েছে। তবে একবারের জন্যও জালের দেখা পায়নি পর্তুগাল।
অন্যদিকে, পুরো ম্যাচে ৩৩ শতাংশ বল দখলে রাখা আজারবাইজান ৪ বার শট নিলেও গোলের উদ্দেশে কোন বল ছুড়তে পারেনি। তবে প্রধমার্ধেেই তাদের কপাল পড়েছে।
নিজেদের দুর্ভাগা ভাবলেও খারাপ হবে না আজারবাইজানের। ম্যাচের ৩৭তম মিনিটে নেভেসের ক্রস ঠেকাতে ঝাঁপিয়ে দুর্বল পাঞ্চ করেন গোলরক্ষক। তবে বল পাশেই দাঁড়ানো মেদভেদেভের বুকে লেগে গড়িয়ে জালে জড়িয়ে যায়। প্রতিপক্ষের আত্মঘাতি গোলে এগিয়ে যায় পর্তুগাল।
রোনালদোর শেষ পর্যন্ত আর কোনো গোল করতে না দিলেও নিজেরাও সমতায় ফিরতে পারেনি আজারবাইজান। ফলে নির্ধারিত সময় শেষে ১-০ ব্যবধানের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]