করোনাভাইরাস পজিটিভ আসা রাকিব হোসেনের দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে। এ সুখবরের সাথে বাংলাদেশ ফুটবলে আরেকটি দুঃসংবাদও রয়েছে। সর্বশেষ পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়েছেন আরেক ফুটবলার রহমত মিয়া।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তা হাসান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর ফলে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে দলের সঙ্গে রাকিব নেপালে যেতে পারলেও রহমত মিয়ার যাওয়া হচ্ছে না।
রাকিব হোসেনের করোনা পজিটিভ ধরা পড়ায় স্কোয়াডের পাঁচ ফুটবলারের আবারও করোনা পরীক্ষা করানো হয়। সেখানে কেবল রহমতের রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন।
বাংলাদেশ ও নেপালের পাশাপাশি ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নিবে কিরগিজস্তান অলিম্পিক দল। ২৩ মার্চ শুরু হয়ে ২৯ মার্চ পর্যন্ত চলবি এ টুর্নামেন্ট। লিগ ভিত্তিক এ টুর্নামেন্টে প্রতিটি দল একবার করে পরস্পরকে মোকাবিলা করবে।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]